সাম্প্ৰদায়িকতার তাসে জয় বিজেপিরঃ মমতা
ছবি সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্ৰেসের বিপৰ্যয়ের পর শনিবার প্ৰথম সাংবাদিকদের সামনে বসেন তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে পুরোপুরাভাবে বিজেপি সরকারকে আক্ৰমণ করে বলেন ইভিএমকে আগে থেকে প্ৰোগ্ৰামিং করে করা রাখা হয়েছিল। সাম্প্ৰদায়িকতার তাসে জয় হয়েছে বিজেপির। ভোটে টোটাল সেটিং করে জিতেছে বিজেপি। উগ্ৰ হিন্দুত্ববাদকে সমৰ্থন করে ভোটে জয়লাভ করেছে বিজেপি। কমিশনও বিজেপির হয়ে কাজ করেছে। ওদের রাজনীতি মানা যায় না। ইমাৰ্জেন্সি ইলেকশন করেছে। ধৰ্মীয় ভেদাভেদ তৈরি করা হয়েছে। তিনি উগ্ৰ ধৰ্মীয় মতের বিরুদ্ধে। টাকা যেখানে গণতন্ত্ৰ আনে সেখানে মুখ্যমন্ত্ৰী হিসেবে কাজ করার ইচ্ছে তাঁর নেই বলে মন্তব্য করেন তিনি। বলেন- ‘‘ক্ষমতাহীন মুখ্যমন্ত্ৰী ছিলাম আমি। ব্যাঙ্কে খোঁজ নিন। টাকার লেনদেন হয়েছে ভোটে। হাজার হাজার লোকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। দল চায়নি আমি পদত্যাগ করি। দলের চাপেই কাজ চালিয়ে যাবো।’’ বিজেপি অফিসারদের বদলে টাকা ঢুকিয়েছে রাজ্যে। তিনি আরও বলেন- ‘‘আমার বিরুদ্ধে অভিযোগ ছিল মুসলিম তোষণ। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। আমি তাদের পক্ষে কাজ করে যাবো।’’ ৬ মাস ধরে ক্ষমতাহীন, মুখ্যমন্ত্ৰী হিসেবে কাজ করার ইচ্ছা নেই, দল থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি কিন্তু দল তা মানেনি। তিনি অভিযোগ করেন, নিৰ্বাচন কিমশন পুরোপুরি বিজেপির পক্ষে কাজ করেছে। প্ৰসঙ্গক্ৰমে তিনি আরও বলেন- ‘‘চেয়ার আমার পেছনে আছে, আমি চেয়ার খুঁজতে যাই না।’’ তিনি দলকে নিৰ্দেশ দিয়েছেন দু’শো দলীয় অফিস বেদখল হয়েছে, সেগুলো আগামী সোমবারের মধ্যে ফের দখল করতে হবে। পশ্চিমবঙ্গে যথারীতি সৰ্বত্ৰ বিজেপি তৃণমূল সংঘৰ্ষ চলছে। বেশ কিছু সংখ্যালঘু মানুষ অত্যাচারিত হয়ে আসমে প্ৰবেশ করেছে। এদিন সিপিএমকে তোপ দেগে তিনি বলেন- ওই দল নিজের নাক কেটে পরের যাত্ৰা ভঙ্গ করেছে। এদিন তিনি আরও বলেন- দেশটাতো সবার। প্ৰত্যেকটি ধৰ্মকে সহনশীল হওয়া উচিত। তৃণমূল উগ্ৰ হিন্দুত্ববাদ, উগ্ৰ মুসলিমত্ববাদের বিরুদ্ধাচরণ করে।
কোন মন্তব্য নেই