Header Ads

মেডিকেল কলেজের মানসিক বিভাগের নেশামুক্ত পরিবেশ সচেতনতা সভা হলিক্রস স্কুলে



 চার্ব্বক দেব, শিলচরঃ নেশামুক্ত পরিবেশ গঠনে সবাইকে অংশীদার হওয়ার জন্য আহ্বানে জানিয়ে মানসিক চিকিৎসক ডাঃ প্রসেনজিৎ ঘোষের প্রচেষ্টায় হলিক্রস স্কুলে এক  সচেতনতা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার । শিলচর মেডিকেল কলেজের মানসিক বিভাগ ও  হলিক্রস স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সমিতি এ সচেতনতা সভার আয়োজন করে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় ১২% শতাংশ মাদক সেবনের প্রবনতা স্কুলে-কলেজের বিদ্যার্থীদের  মধ্যে দেখা যায়। সঠিক জ্ঞান ও তথ্যের অভাবে শিক্ষার্থীরা এ মরণব্যাধি নেশার Black Holeয়ে পা বাড়ায় যা প্রাথমিক পর্যায়ে নেহাৎ ফুর্তি ও আমোদের মধ্যে আবদ্ধ থাকে। কিন্তু ধীরে ধীরে যুবসমাজ নেশার নরক জগতে  প্রবেশ করে।   পরবর্তী কালে হয়ে উঠে সামাজিক কলঙ্ক। বিভিন্ন অসামাজিক কার্য্যকলাপের জন্য অভিবাবকগণ হয়ে উঠেন দিশেহারা,  বলেন ডঃ প্রসেনজিৎ ঘোষ। নেশা মুক্ত সমাজ গঠনে সবার দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন পাঠ‍্যগত শিক্ষাদানের সাথে সাথে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাদান করাও শিক্ষকদের কর্তব্য। পুঁথিগত বিদ্যা  জীবনে যেভাবে আর্থিক সুরক্ষার নিশ্চিত করে,  ঠিক তেমনি নেশামুক্ত শরীর দেয় মানষিক ও সামাজিক প্রতিষ্ঠা। নেশামুক্ত সমাজ হউক আমাদের জীবনের এক অঙ্গীকার, বলেন ডঃ  ঘোষ । সভায় তিনি
ছাত্র-ছাত্রীদের নানা প্রশ্নের উত্তরও দেন। অনুষ্ঠানে  হলিক্রস স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের আশানুরূপ অংশগ্রহণ ছিল । প্রয়োজন সাপক্ষে পরবর্তীকালে এধরনের আরো সচেতনতা অনুষ্ঠান জিলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হবে বলেও ডাঃ ঘোষ জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.