বাড়ির মালিকদের এবার থেকে ভাড়াটের সব তথ্য পুলিশ থানায় জমা করতে হবে
বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলায় ভাড়াটে হিসেবে বসবাসরত সকলের তথ্য এবার তন্ন তন্ন করে যাচাই করার নির্দেশ দিলেন ডিমা হাসাও জেলার পুলিশসুপার শ্রীজিৎ টি। যে সব মালিকরা ঘর ভাড়া দিয়েছেন সেই সব ভাড়াটের সব তথ্য জেলার সংশ্লিষ্ট পুলিশ থানায় জমা দিতে হবে বাড়ির মালিকদের। এমনই নির্দেশ দিলেন পুলিশসুপার। ইতিমধ্যে ডিমা হাসাও জেলার বিভিন্ন পুলিশ থানার ওসিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। জেলার প্রত্যেক পুলিশ স্টেশনে এ সংক্রান্ত ফর্ম রয়েছে এবং যে সব বাড়ির মালিক ভাড়াটে রেখেছেন সেই সব বাড়ির মালিকদের জেলার সংশ্লিষ্ট থানায় গিয়ে এই ফর্ম সংগ্রহ করে বাড়ির মালিকদের ভাড়াটে সম্পর্কে সব তথ্য ওই ফর্মে লিখে থানায় জমা করতে হবে। জেলার প্রত্যেকটি পুলিশ থানার ওসিদের অবিলম্বে এনিয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন পুলিশসুপার। ডিমা হাসাও পুলিশ সূত্রে জানা গিয়েছে ডিমা হাসাও জেলায় বাইরে থেকে এসে এমনি রাজ্যের বাইরে থেকে এসে ভাড়াটে হিসেবে বসবাস করছে অনেক লোক যাদের সম্পর্কে কোনও তথ্য নেই পুলিশের কাছে। কারণ অনেক সময় এমন লোক রয়েছে যারা অন্য জায়গা থেকে বিভিন্ন অপরাধ ও অসামাজিক কার্যকলাপ সংঘটিত করে এসে ভাড়াটে হিসেবে বসবাস করতে পারে। এই অবস্থায় ভবিষ্যতে এসব লোকের জন্য পাহাড়ি জেলার আইন শৃঙ্খলা বিনষ্ট হতে পারে। তাই এসব রুখতেই ডিমা হাসাও পুলিশ লোকদের সব তথ্য ও পরিবার সম্পর্কে তথ্য সংগ্রহ করে যাচাই করে দেখবে। আর এই লক্ষ্যেই ডিমা হাসাও পুলিশ এই পদক্ষেপ নিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কোন মন্তব্য নেই