Header Ads

২০১৯ উচ্চতর মাধ্যমিকের বিজ্ঞান শাখাতে প্রথম স্থান প্রাপ্ত ছাত্রছাত্রীদের তালিকা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ  উচ্চতর মাধ্যমিকে বিজ্ঞান শাখা তে প্রথম স্থান অধিকার করেছে দরঙ্গ কলেজের সায়ন মজুমদার ও যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে নগাঁওয়ের  রামানুজ জুনিয়ার কলেজের বিতপন আরান্ধরা।এদের মোট প্রাপ্ত নম্বর ৪৭৮। দ্বিতীয় স্থান অধিকার করেছে শিলচর সরকারী বয়েজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ডেইজি পাঠক ।যৌথভাবে একই স্থানে লাভ করেছে তেজপুর বেঙ্গলী বয়েজএইচ এস স্কুলের ছাত্র দিগন্ত শইকিয়া ।মোট নম্বর ৪৭৭। তৃতীয় স্থান অধিকার করেছে নগাঁও রামানুজ জুনিয়র কলেজের ঋদ্বীপ প্রিয়ম শর্মা, মোট প্রাপ্ত নম্বর ৪৭৬। চতুর্থ স্থান লাভ করেছে যথাক্রমে ডিব্রুগডের সল্ট ব্রুক একাডেমি দীপ্তদীপ ভট্টাচার্য ,নগাঁওয়ের ম্যাট্রিক্স জুনিয়ার কলেজের হীরক জ্যোতি হাজারিকা ,এদের মোট প্রাপ্ত নম্বর ৪৭৫। পঞ্চম স্থান অধিকার করেছে তরঙ্গের দরঙ্গ এইচএস স্কুলের পার্থপ্রতিম শহরিয়া ,এর সাথে নগাঁও রামানুজ জুনিয়র কলেজ অয়ন ও একই কলেজের বিশাল বড়ুয়া। এদের মোট প্রাপ্ত নম্বর ৪৭৩। ষষ্ঠ স্থান লাভ করেছে বরপেটা আনন্দরাম বরুয়া একাডেমীর অভিলেখ ঠাকুরিয়া, যৌথভাবে চিরাংএর বঙ্গাইগাও রিফাইনারি এইচএস স্কুলের নম্রতা নাথ। ডিব্রুগড় সল্ট ব্রুক একাডেমির তনযি হাজারিকা,যে।রহাটের প্রাকজ্যোতিকা জুনিয়ার কলেজের ইমদাদুল হুসেইসেন  কামরূপের সাই বিকাশ জুনিয়ার কলেজের সপ্তদ্বীপ সাহা,শোণিতপুর দরঙ্গ কলেজের শুভ্রজ্যোতি পাল । এদের মোট প্রাপ্ত নম্বর ৪৭২। সপ্তম স্থান অধিকার করেছে জোরহাটের প্রজ্ঞা একাডেমি জুনিয়ার কলেজের রিধিমান শর্মা মোট নম্বর ৪৭১। অষ্টম স্থান অধিকার করেছে যথাক্রমে  যে।রহাটের প্রজ্ঞাএকাডেমি জুনিয়ার কলেজের সুকন্যা ফুকন, কামরুপের সাই বিকাশ  জুনিয়ার কলেজের জীবন জ্যোতি কলিতা, নগাঁও রামানুজ জুনিয়র কলেজে শুভাশিস দে। এদের মোট প্রাপ্ত নম্বর ৪৭০।নবম স্থান অধিকার করেছে নগাঁও জুনিয়ার কলেজের অভিজ্ঞান ডিবাঢই। মোট প্রাপ্ত নম্বর৪৬৯। দশম স্থান অধিকার করেছে বঙ্গাইগাঁওএর বঙ্গাইগাঁও এইচএস স্কুলের নিশিতা পাঠক, যৌথভাবে ডিব্রুগডের সল্ট ব্রুক একাডেমী তিতিক্ষা নাথ ,নগাওঁ কনসেপ্ট জুনিয়ার কলেজের পুষ্পিতা গুপ্তা, নগাঁও রামানুজ জুনিয়ার কলেজের কৌস্তব কিশোর কলিতা নল বাড়ির চামতা এইচএস স্কুলের মধুস্মিতা বর্মন। এদের মোট নম্বর ৪৬৮।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.