Header Ads

হাফলঙে একাদশ ভাষা শহীদ দিবস ও রবীন্দ্র স্মরণ সন্ধ্যার আয়োজন করছে ডিমা হাসাও সাহিত্য সংস্কৃতি পরিষদ

                      

   বিপ্লব দেব, হাফলংঃ একাদশ ভাষা শহীদ দিবস এখন শুধু বরাক উপত্যকার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন বরাক উপত্যকার বাইরে পালন করা হয় একাদশ ভাষা শহীদ দিবস। আগামী ১৯ মে ডিমা হাসাও সাহিত্য সংস্কৃতি পরিষদ হাফলঙে একাদশ ভাষা শহীদ দিবস পালন করবে। ১৯ মে সকাল ৮ টায় হাফলং সাংস্কৃতিক ভবনে অস্থায়ী শহীদ বেদীতে বাংলা ভাষা রক্ষার্থে ১৯৬১ সালে শিলচর রেলস্টেশনে পুলিশের গুলিতে শহীদ হওয়া একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি একাদশ ভাষা শহীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলে মঙ্গলবার এক সাংবাদিক সন্মেলনে এক কথা জানান ডিমা হাসাও সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দেব। সাংবাদিক সন্মেলনে রজত কান্তি নাথ বলেন এদিন একাদশ ভাষা শহীদ দিবস পালন করার পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী স্মরণে হাফলং সাংস্কৃতিক ভবনে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক সন্ধ্যায় সম্পা সাহা চৌধুরী (লামডিং) ও অস্মিতা মজুমদার (তিনসুকিয়া)-র সংগীত শিল্পী উপস্থিত থাকবেন। তাছাড়া ১৯ মে-র বিশেষ আকর্ষণ হাফলঙের শিশু শিল্পীদের দ্বারা অভিনীত নাটক স্বপ্ন গেছে চুরি। মঙ্গলবার সাংবাদিক সন্মেলনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যকার তথা পরিচালক অশোক চক্রবর্তী ধীরাজ দাস ও জয়দীপ অধিকারি প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.