Header Ads

অরুণাচলে গুলিতে ঝাঁঝরা বিধায়ক

 
ছবি, সৌঃ আন্তরজাল
ননী গোপাল ঘোষ, শিলংঃ লোকসভা ভোটের ফলাফলের দুদিন আগে উত্তরপূৰ্বাঞ্চলে ঘটল অঘটন। অরুণাচলের টিরাপ জেলার বগাপানিতে সন্দেহভাজন এন এস সি এন ( আই এম) জঙ্গীদের গুলিতে মারা গেলেন পশ্চিম খনসা বিধানসভার এনপিপি বিধায়ক টিরং আবো। তার সঙ্গে মারা গেছেন আরো  এগারোজন। অসমের ডিব্রুগড় থেকে খনসা যাওয়ার পথে এই আক্রমণ ঘটায় সন্দেহভাজন জঙ্গিদের দল। সূত্রের খবর, ঘটনাস্থলেই মারা যান আবো ও তার ছোট পুত্র। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। মেঘালয়ার মুখ্যমন্ত্রী ও এনপিপি দলের সভাপতি কনরাড সাংমা এই ঘটনায় দুঃখ প্রকাশ ও তীব্র নিন্দা করে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন । এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী কিরেন রিজিজুও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.