Header Ads

করিমগঞ্জের লঙ্গাই নদীর জলে বিষ! স্থানীয়দের মধ্যে আতঙ্ক

শীৰ্ষেন্দু সী, করিমগঞ্জঃ করিমগঞ্জের লঙ্গাই নদীতে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা বিষ ঢেলে দিয়েছে। ঠিক এমনই গুজব ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে সোমবার সকাল থেকেই শহরের লঙ্গাই নদীর পাড়ে প্ৰচুর ভিড় দেখা যায়। শীতকে উপেক্ষা করে মাছ ধরতে নদীর তীরে ভিড় করেন প্ৰায় শতাধিক লোক। মাছ ধরার কোনও রকম সরঞ্জাম ছাড়াই ১০ থেকে ১৫ কেজি ওজনের মাছ ধরেছেন অনেকেই। পাবদা, ট্যাংরা হলেও মাছ না নিয়ে কেউ খালি হাতে বাড়ি ফেরেননি। সকলের মুখেই একই কথা কেউ নদীর জলে বিষ ঢেলে দিয়েছে। আর তাই নদীতে মাছ ধরা শুরু হয়েছে। তবে মাছ ধরলেও নদীর জল নিয়ে চিন্তিত সকলেই। কেননা জনস্বাস্থ্য কারিকরি বিভাগ গোটা শহরে এই নদীর জলই পানীয় জল হিসেবে সরবরাহ করে। ফলত নদীর জল যদি বিষাক্ত হয়ে থাকে তবে সেই জল শহরবাসীর স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে এমনটাই আশঙ্কা করছেন শহরবাসী। তবে এ নিয়ে প্ৰশাসনের তরফ থেকে এখনও পৰ্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.