Header Ads

পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতকোত্তর পাঠ্যক্ৰমে ঢুকল অসম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ডের সাহিত্য

গুয়াহাটিঃ পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতকোত্তরের পাঠ্যক্ৰমে যোগ হল অসম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ডের সাহিত্য। অসমের শক্তিপদ ব্ৰহ্মচারী, অমিতাভ দেবচৌধুরীর কবিতা, গল্পের মধ্যে অরিজিৎ চৌধুরী, বদরুজ্জামান চৌধুরী, উপন্যাসের মধ্যে অঞ্জলি লাহিড়ী, সমর দেবের ‘লোহিতপারের উপকথা’ স্নাতকোত্তর পাঠ্যক্ৰমের অন্তৰ্ভুক্ত হয়েছে। নাটকের মধ্যে শেখর দেব রায়, প্ৰদ্যোৎ চক্ৰবৰ্তীর নাটক অন্তৰ্ভুক্ত হয়েছে। প্ৰবন্ধের মধ্যে অধ্যাপক তপাোধীর ভট্টাচাৰ্য, ড০ উষারঞ্জন ভট্টাচাৰ্যের প্ৰবন্ধ অন্তৰ্ভুক্ত হয়েছে। ত্ৰিপুরা থেকে পীযুষ রাউত, সেলিম মুস্তফারের কবিতা, ভীষ্মদেব ভট্টাচাৰ্য, দেবব্ৰত দেব, মীনাক্ষী সেনের গল্প, জয়া গোয়ালা, দুলাল ঘোষ, বিমল সিংহের উপন্যাস, কমল রায়চৌধুরী, চন্দন সেনগুপ্তের নাটক, রমাপ্ৰসাদ দত্ত, বিকচ চৌধুরী, মঞ্জরী চৌধুরীর প্ৰবন্ধ স্নাতকোত্তর পাঠ্যক্ৰমের অন্তৰ্ভুক্ত হয়েছে। বিহারে বাংলা সাহিত্যের মধ্যে কল্যাণ সেনগুপ্ত, মলয় রায়চৌধুরীর কবিতা অন্তৰ্ভুক্ত হয়েছে। সতীনাথ ভাদুড়ী, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বনফুলের গল্প, ভ্ৰমণ, উপন্যাস অন্তৰ্ভুক্ত হয়েছে। এছাড়া নন্দদুলাল রায়, সুধীরকুমার করণের প্ৰবন্ধ অন্তৰ্ভুক্ত হয়েছে। ঝাড়খণ্ডে বাংলা সাহিত্যের মধ্যে স্বদেশ সেন, কাজল সেনের কবিতা অন্তৰ্ভুক্ত হয়েছে। অজিত রায়, সুবল দত্তের গল্প, কমল চক্ৰবৰ্তীর উপন্যাস এবং বারীন ঘোষাল, বিনয় মাহাতোর প্ৰবন্ধ পাঠ্যক্ৰমের অন্তৰ্ভুক্ত হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.