জানুয়ারি প্রথম সপ্তাহে পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন মুখ্য নির্বাচন আধিকারিক এইচ এন বরা
বিপ্লব দেবঃ হাফলং
দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত করা হবে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এইচ এন বরা। মুখ্যনির্বাচন আধিকারিক এইচ এন বরা রাজ্যের নির্বাচন আয়োগের ওএসডি মুকুল গগৈ ও রঞ্জিত সোম দুদিনের সফরে হাফলং এসে উপস্থিত হয়েছেন সোমবার সন্ধ্যায়। পার্বত্য পরিষদের নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত করতে মঙ্গলবার হাফলং আবর্ত ভবনে জেলাশাসক অমিতাভ রাজখোয়ার সঙ্গে বৈঠকে মিলিত হন। তাছাড়া নিরাপত্তার বিষয়টি নিয়ে পুলিশসুপার প্রশান্ত শইকীয়ার সঙ্গে বৈঠন করেন মুখ্য নির্বাচন আধিকারিক এইচ এন বরা। তারপর হাফলং আবর্ত ভবনে কংগ্রেস বিজেপি অগপ সহ বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করা নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যনির্বাচন আধিকারিক। বৈঠক সেড়ে দুপুর ১২ টা নাগাদ আবর্ত ভবনে এক সাংবাদিক সন্মেলনে মুখ্যনির্বাচন আধিকারিক এইচ এন বরা বলেন জানুয়ারির প্রথম সপ্তাহেই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রায় নিশ্চিত। তিনি বলেন গত ৪ জুন বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পাঁচ বছরের কার্যকাল শেষ হয়ে যায়। তারপর রাজ্যসরকার বিজেপি শাসিত পার্বত্য পরিষদের কার্যকাল ৪ ডিসেম্বর পর্যন্ত ছয়মাসের জন্য বাড়িয়ে দেয়। তবে এনিয়ে করা এক জনস্বার্থ মামলার চূড়ান্ত রায়ে গৌহাটি হাইকোর্ট আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পার্বত্য পরিষদের নির্বাচন পক্রিয়া সম্পন্ন করে নতুন পরিষদ গঠন করার জন্য রাজ্যের নির্বাচন আয়োগ রাজ্যসরকার উত্তর কাছাড় পার্বত্য পরিষদ কর্তৃপক্ষকে নির্বাচন অনুষ্ঠিত করার নির্দেশ দেয়। তাই জানুয়ারি প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত করার কথা ভবছে নির্বাচন আয়োগ এরই পরিপ্রেক্ষিতে তিনি হাফলং আসেন এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত করাতে এবং ভোটাররা যাতে নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে এনিয়ে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যবস্থা গ্রহন করা নিয়ে জেলাপ্রশাসনের সঙ্গে আলোচনা করেন। তাছাড়া পার্বত্য পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ করতে নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে পুলিশসুপারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বলে জানান এইচ এন বরা। মুখ্যনির্বাচন আধিকারিক বলেন ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার ২১ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে শীঘ্রই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে ইঙ্গিত দেন এইচ এন বরা। এছাড়া পার্বত্য পরিষদের নির্বাচনের প্রস্তুতি শুরু করতে জেলাশাসক তথা রিটার্নিং অফিসার অমিতাভ রাজখোয়াকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এইচ এন বরা। এদিন সাংবাদিক সন্মেলনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন আয়োগের ওএসডি মুকুল গগৈ রঞ্জিত সোম জেলাশাসক অমিতাভ রাজখোয়া পুলিশসুপার প্রশান্ত শইকীয়া ও তথ্য ও জনসংযোগ আধিকারিক পুরবী ফংলো প্রমুখ।
কোন মন্তব্য নেই