Header Ads

রাজ্যবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা প্ৰকাশ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের

পঞ্চায়েত নিৰ্বাচনের ফলাফলে কেন্দ্ৰ এবং রাজ্য সরকারের উপর মানুষ আস্থা প্ৰকাশ করেছে তারই প্ৰতিফলন ঘটল নিৰ্বাচনে


অমল গুপ্ত, গুয়াহাটিঃ
মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল আজ দিল্লী থেকে পঞ্চায়েত নিৰ্বাচনে বিজেপির অনুকূলে ব্যাপক হারে ভোট পড়ায় রাজ্যবাসীর প্ৰতি আন্তরিক কৃতজ্ঞতা প্ৰকাশ কবেন। তিনি বলেছেন, রাজ্যের মানুষ উন্নয়নের এবং সুশাসনের সপক্ষে ভোট দান করলেন, কেন্দ্ৰ এবং রাজ্য সরকারের প্ৰতি পূৰ্ণ আস্থা প্ৰকাশ করল। মুখ্যমন্ত্ৰী আজ এক বিবৃতিতে বলেছেন, বরাক ব্ৰহ্মপুত্ৰ, পাহাড়-সমতলে বসবাস করা মানুষ পঞ্চায়েত নিৰ্বাচনে ব্যাপক হারে অংশ গ্ৰহণ করেছেন। এর ফলে জনগণের প্ৰকৃত অভিমত প্ৰকাশ পেয়েছে। মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচনে জয়লাভ করা সকল প্ৰাৰ্থীকে অভিনন্দন জ্ঞাপন করে স্বচ্ছ, নিরপেক্ষ ব্যবস্থার মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আহবান জানিয়েছেন। মুখ্যমন্ত্ৰী রাজ্যে সুশাসন প্ৰতিষ্ঠার সঙ্গে শান্তি সম্প্ৰীতি ভাতৃত্ববোধ রক্ষার জন্য কাজ করে যাওয়ার আৰ্জি জানান।
মুখ্যমন্ত্ৰী আজ নতুন দিল্লীতে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰী রাজনাথ সিংয়ের সঙ্গে অসমের নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আন্তঃরাজ্য সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পুলিশকে অত্যাধুনিকভাবে গড়ে তোলার উপরে জোর দেওয়া  হয়েছে এই বৈঠকে। অরুণাচল প্ৰদেশ, মেঘালয় এবং নাগাল্যাণ্ডের সঙ্গে সংযোগকারী সড়কগুলির যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেন্দ্ৰীয় সরকারের সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্ৰী। মুখ্যমন্ত্ৰী সীমান্ত পথ অত্যাধুনিকভাবে গড়ে তোলার উপর জোর দিয়ে বলেন, কাছাড়, করিমগঞ্জ, ধুবড়ি, দক্ষিণ শালমারার ইন্দো-বাংলা সীমান্তে বেড়া দেওয়ার কাজ দ্ৰুত সম্পূৰ্ণ করার জন্য কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰীর কাছে আৰ্জি জানিয়েছেন। নদী পথে অত্যাধুনিক প্ৰযুক্তি ব্যবহার করে সীমান্ত অঞ্চলে স্মাৰ্ট ফেন্সিংয়ের ব্যবস্থা করা হবে। কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰী জানিয়েছেন, আগামী মাসে অসমের সীমান্ত অঞ্চল এবং অন্যান্য বিষয়ে পৰ্যালোচনা করা হবে বিভাগীয় অফিসারদের প্ৰতিবেদন দাখিলের নিৰ্দেশ দেওয়া হয়েছে। আজকের বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্ট অজিত দোভাল, স্বরাষ্ট্ৰ বিভাগের উত্তর পূৰ্বাঞ্চলের দায়িত্ব প্ৰাপ্ত যুগ্ম সচিব সতেন্দ্ৰ গাৰ্গ, অসমের মুখ্য সচিব আলোক কুমার, ডিজিপি কুলধর শইকীয়া এবং অন্যান্য উচ্চ পদস্থ অফিসাররা উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.