Header Ads

গুয়াহাটিতে সন্ধ্যে ৬টা থেকে ৮টা অবধি বায়ু দূষণের পরিমাণ সবচেয়ে বেশি

 
 প্ৰতীকী ছবি
গুয়াহাটিঃ গুয়াহাটিতে সন্ধ্যে ৬টা থেকে ৮টা অবধি বায়ু দূষণের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। সম্প্ৰতি পিসিবিএ-র (পলিউশন কন্ট্ৰোল বোৰ্ড অব আসাম) মনিটোরিংয়ে এই তথ্য প্ৰকাশ্যে এসেছে। গত দু মাস ধরে মহানগরে বায়ু দূষণের পরিমাণ নিয়মিত নজরে রেখেছে পিসিবিএ। গত অক্টোবর মাসে গুয়াহাটিতে গড়ে বায়ু দূষণের পরিমাণ ছিল প্যারামিটার ২.৫ স্তরে ৫৩.৩৬। তা নভেম্বর মাসে বেড়ে হয় ৯৭.৯। বায়ু দূষণের স্তর পিএম ২.৫ থাকায় দৃশ্যমানতা কমে যায়। দূষিত এই বায়ু নিশ্বাসের সঙ্গে শরীরের ভিতরে গেলে শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগ হওয়ার ঝুঁকি থাকে। অক্টোবর মাসে এক ঘন্টার মনিটোরিং রেকৰ্ডে দেখা যায় মহানগরে পিএম ১০ স্তরে বায়ুতে সৰ্বোচ্চ দূষণের পরিমাণ ছিল ২৯০ এবং সৰ্বনিম্ন ছিল ১। এরপর পিসিবিএ- তথ্যে আরও জানা গিয়েছে, অক্টোবরে পিএম ১০ স্তরে বায়ু দূষণের সৰ্বোচ্চ পরিমাণ ছিল ১০০০ এবং সৰ্বনিম্ন ছিল ১৮। বৰ্তমানে মহানগরে ৬টি বায়ু মনিটোরিং স্টেশন রয়েছে। গোটা রাজ্যে মোট ২৩ টি স্টেশন রয়েছে। তাতে বিভিন্ন প্যারামিটারে বায়ু দূষণের পরিমাণ দেখা যায়। কিছুদিন আগে পিসিবিএ গুয়াহাটিতে লাগাতার বায়ু দূষণের পরিমাণ নজরে রাখতে এয়ার মনিটোরিং স্টেশন উদ্বোধন করেছে। গোটা উত্তরপূৰ্বাঞ্চলে এই প্ৰথম এয়ার মনিটোরিং স্টেশন চালু হল, যা প্ৰতিনিয়ত বায়ু দূষণের পরিমাণ রেকৰ্ড করে রাখবে। মহানগরের দুটি জায়গায় ডিসপ্লে বোৰ্ডে বায়ু দূষণের পরিমাণ দেখা যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.