অসমের দুটি পাহাড়ি জেলাকে এসটি হিলসের মর্যাদা মানবেনা ডিএসইউ কেএসইউ এইচএসইউ
বিপ্লব দেবঃ হাফলং
বড়ো জনগোষ্ঠীকে অসমের অন্যতম দুটি পাহাড়ি জেলা ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলাতে এস টি হিলসের মর্যদা দেওয়ার চিন্তা ভাবনা করছে এনিয়ে তীব্র আপত্তি জানালো ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন কার্বি সটুডেন্ট এসোসিয়েশন ও মার স্টুডেন্ট এসোসিয়েশন। ওই তিনটি ছাত্র সংস্থার পক্ষ থেকে সাংবাদিক সন্মেলন করে জানিয়ে দেওয়া হয় বড়ো জনগোষ্ঠীকে ডিমা হাসা ও কার্বি-আংলং জেলায় এস টি হিলসের মর্যাদা দেওয়া চলবে না। ডিমাসা স্টুডেন্ট ইউনিয়নের সাধারন সম্পাদক প্রমিথ সেঙ্গইয়ং বলেন বড়ো জনগোষ্ঠীকে অসমের দুটি পাহাড়ি জেলাতে এসটি হিলসের মর্যাদা দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহন করতে চলছে কেন্দ্রীয় সরকার তা কোনও অবস্থায় মেনে নেওয়া হবে না। তিনি বলেন ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলায় বসবাস রত উপজাতি জনগোষ্ঠীর মানুষ এসটি হিলসের মর্যাদা পাওয়ার সুবাদে চাকুরীর ক্ষেত্রে পাঁচ শতাংশ সংরক্ষণ বা অনান্য সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে বড়ো জনগোষ্ঠীকে এই দুটি পাহাড়ি জেলাতে এসটি হিলসের মর্যাদা দেওয়া হলে ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলায় বসবাস রত অনান্য উপজাতি জনগোষ্ঠীর মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করে প্রমিথ সেঙ্গইয়ং বলেন তারা কোন জাতি জনগোষ্ঠীর বিরোধি নয়। তবে বড়ো জনগোষ্ঠীকে এসটি হিলসের মর্যাদা দিতে কেন্দ্রীয় সরকার যে বিল পাস করাতে চাইছে এর তীব্র বিরোধিতা করবে ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন। তারপর ও যদি সরকার এই বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ গ্রহন না করে তাহলে ডিমাসা স্টুডেনট ইউনিয়ন কার্বি স্টুডেন্ট এসোসিয়েশন ও মার স্টুডেন্ট এসোসিয়েশন তীব্র গনতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে দুটি পাহাড়ি জেলাতে। ছাত্র সংঘঠন গুলির পক্ষ থেকে হাফলং ও ডিফু লোকসভা আসনের সাংসদ বীরেন সিং ইংতিকে এই বিল নিয়ে লোকসভার অধিবেশনে বিরোধিতা করার আহ্বান জানানো হয়। তাছাড়া উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ও কার্বি-আংলং স্বশাসিত পরিষদের পক্ষ থেকে এনিয়ে বিরোধিতা করার আহ্বান জানানো হয় ছাত্র সংঘঠন গুলির পক্ষ থেকে। এদিকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা বলেন ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলায় অন্য কোন জাতি জনগোষ্ঠীকে এসটি হিলসের মর্যাদা দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহন করতে চলছে এভাবে যৌথভাবে বিরোধিতা করতে হবে। অসমের দুটি পাহাড়ি জেলাতে অন্যকোন জনগোষ্ঠীকে এসটি হিলসের মর্যাদা দেওয়ার বিষয়টি কোন অবস্থায় মেনে নেওয়া হবে না সিইএম বলেন তিনি তার কার্যনির্বাহী কমিটির সঙ্গে আলোচনা করে এই বিল নিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে পত্র পাঠাবেন।
কোন মন্তব্য নেই