৪৮ ঘন্টার ডিমা হাসাও বনধকে কমিয়ে ২৪ ঘন্টা করল ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন সহ ৫ টি ছাত্র সংঘঠন
বিপ্লব দেবঃ হাফলং
স্কুল কলেজের পরীক্ষাকে সামনে রেখে ৪৮ ঘন্টার ডিমা হাসাও বনধকে কমিয়ে ২৪ ঘন্টা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন কার্বি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন খাসি স্টুডেন্ট ইউনিয়ন বেইতে স্টুডেন্ট ইউনিয়ন রাংখল স্টুডেন্ট ইউনিয়ন এক যৌথ সাংবাদিক সন্মেলন করে জানিয়ে দেয় যে বুধবার থেকে কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা বনধের ডাক দিয়েছে কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলার নাগরিকরা এই বনধের সঙ্গে ছাত্র সংগঠনের বনধের কোনও সম্পর্ক নেই। ডিমাসা স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় সমিতির সাধারন সম্পাদক প্রমিথ সেঙ্গইয়ং বলেন। পাহাড়ি জেলায় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের পরীক্ষার কথা মাথায় রেখে শুধু ২৪ ঘন্টার বনধ পালিত হবে ডিমা হাসাও জেলায়। প্রমিথ সেঙ্গইয়ং বলেন বুধবার সকাল ৫ টা থেকে বনধ শুরু হবে চলবে বৃহষ্পতিবার সকাল ৫ টা পর্যন্ত। তবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পানীয় জল পরিষেবা ও অনান্য জরুরিকালীন পরিষেবা গুলি বনধের আওতার বাইরে রাখা হয়েছে। উল্লেখ্য ভারতীয় সংবিধানের ২৪৪ (ক) অনুচ্ছেদ অনুসারে ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলাকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবি সহ ২০০৩ সালে ভেঙ্গে দেওয়া জঙ্গি সংগঠনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে শান্তি চুক্তি সাক্ষরিত হয় এই চুক্তির ৮ নম্বর ক্লোজে বড়ো জনগোষ্ঠী পার্বত্য জনজাতি (এসটি হিলস)-র মর্যাদা দেওয়ার কথা উল্লেখ রয়েছে তা এই চুক্তি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন সহ আরো পাঁচটি ছাত্র সংঘঠন ২৪ ঘন্টার ডিমা হাসাও বনধের ডাক দেয়।
কোন মন্তব্য নেই