মাতৃহন্তা পুত্ৰকে ডিফুতে যাবজ্জীবন কারাদণ্ড
সঙ্গীতা ভৈমিক দাসঃ ডিফু,
নিজ মাতৃকে নিৰ্মভাবে হত্যা করার অভিযোগে ডিফুর সেসন কোৰ্টের ন্যায়াধীশ আমির উদ্দিন আহমেদ আজ জগন্নাথ বৰ্মন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডর সাথে দুইহাজার টাকা জরিমানা আদায়ের নিৰ্দেশ দেয়। উল্লেখযোগ্য যে গত ২০১৫ সনের ১ মাৰ্চ তারিখে বৈঠালাংশু থানার অন্তৰ্গত ডালিমবারী ফাঁড়ীতে দেবনাথ বৰ্মন নামের এক ব্যক্তি একটি এজাহার দিয়ে জানিয়েছিল যে ২৬ ফেব্ৰুয়ারী তারিখে তার দাদা জগন্নাথ বৰ্মন তাঁদের মাতৃ নিয়তি বৰ্মনকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এবং সাইকেলের টিউব গলায় পেঁচিয়ে হত্যা করে। অভিযোগকারী দেবনাথ বৰ্মন পুলিশকে আরও জানায় যে তার পত্নী মাম্পী বৰ্মন জানানো মতে ঘটনার দিন জগন্নাথ বৰ্মন সন্ধ্যে প্ৰায় ৫টা নাগাদ বাজার থেকে ঘরে আসে এবং মায়ের সাথে কোনো কথায় তৰ্কা-তৰ্কী লেগে মাকে হত্যা করে কাছের পাহারের দিকে পালিয়ে যায়। এই ঘটনা সম্পৰ্কে বৰ্তমানের পশ্চিম কাৰ্বি আংলং জেলার বৈঠালাংশু থানায় ভারতীয় দণ্ডবিধি আইনের ৩০২ ধারায় ১৩/১৫ নম্বরের একটি কেস দায়ের করে দোষীকে গ্ৰেপ্তার করে ২০১৫ সনের ৩১ মাৰ্চ তারিখে জগন্নাথ বৰ্মনের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করে। প্ৰথমে এই কেসের বিচার প্ৰক্ৰিয়া জেলাশাসকের আদালতে চলেছিল যদিও গতবছর ডিফুতে ন্যায়িক আদালত স্থাপন হওয়ার পর জেলার সেসন কোৰ্টে কেসের বিচার প্ৰক্ৰিয়া ত্বরান্বীত করে আজ দোষীর সাজা শোনায়। কেটিতে সরকারী পক্ষের হয়ে পাব্লিক প্ৰসিকিউটার দিলীপ কুমার ডেকা যুক্তি প্ৰদৰ্শন করার বিপরীতে পদকীয় জগন্নাথ বৰ্মনের হয়ে জেলা আইন সেবা প্ৰাধিকরণ নিযুক্তি দেওয়া অধিবক্তা অৰ্ণব দত্ত যুক্তি প্ৰদৰ্শন করেন।
কোন মন্তব্য নেই