এনডিআরএফ, এসডিআরএফ খনিগর্ভে আটক শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে
ছবি, সৌঃদ্য শিলং টাইমস
ননী গোপাল ঘোষ, শিলং - মেঘালয়ের পূর্ব জয়ন্তিযা পাহাড়ের কয়লা খনিতে আটক ১৩ কয়লা খনি শ্রমিকদের উদ্ধারের চেষ্টা বৃহস্পতিবার বিকেল থেকে অব্যাহত রযেছে। ৩৫ জনের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ও রাজ্যের ডিজাস্টার রেসপন্স ফোর্স উদ্ধার কাজে জোরদার প্রয়াস চালিয়ে যাচ্ছে। পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের সাইপুং পুলিশ ফাঁড়ির লাইনটেন নদীর কাছে কাসান গ্রামের একটি খনিতে এই দুর্ঘটনা ঘটেছে। জেলাশাসক এফএমডোপথ জানিয়েছেন প্রায় ১০০ ফুট গভীর গর্ত থেকে জল বের করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এই ঘটনাকে দুঃখজনক বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন- যারা খনিগর্ভে আটকে আছেন তাদের উদ্ধার করাই সবচেয়ে জরুরি বর্তমানে।
কোন মন্তব্য নেই