Header Ads

ডিফুতে সাহিত্য অকাদেমির ‘মীট দ্য অথর’ অনুষ্ঠান

আজকের দিনটি আমার সাহিত্যিক জীবনের সবচেয়ে স্মরণীয় দিনঃ রংবং তেরাং 
 
সঙ্গীতা ভৌমিক দাস, ডিফুঃ সাহিত্য অকাদেমির অসমিয়া ভাষা উপদেষ্টা সমিতি শনিবার ডিফু রাংসিনা ভবনে অকাদেমির অতি সম্মনীয় অনুষ্ঠান ‘মীট দ্য অথর’ আয়োজন করে। অসমিয়া ভাষা সাহিতের একান্ত সাধক, বরেণ্য সাহিত্যিক তথা অসম সাহিত্য সভার প্ৰাক্তন সভাপতি রংবং তেরাংকেসম্মান জানানোর উদ্দেশ্যে আয়োজন করা গাম্ভীৰ্যপূৰ্ণ অনুষ্ঠানে পাৰ্বত্য জেলাটির সঙ্গে রাজ্যের বিভিন্ন প্ৰান্তের গুণমুগ্ধরা এসে যোগ দেন। অকাদেমির আহ্বায়ক বিশিষ্ট সাহিত্যিক অসম সাহিত্য সভার প্ৰাক্তন সভাপতি ড০ ধ্ৰুবজ্যোতি বরা বলেন- রংবং তেরাংয়ের সৃষ্টির উৎস হচ্ছে পাহাড়ের মাটি এবং মানুষ। তাঁর উপন্যাসের মাধ্যমে সমতলের মানুষ কাৰ্বি সমাজের বিষয়ে আরও বেসি জানতে পেরেছে। এক জটিল সন্ধিক্ষণে তিনি অসম সাহিত্য সভাকে নেতৃত্ব দিয়েছিলেন। আজ ছোট ছোট জনগোষ্ঠীর ভাষার বিকাশের ক্ষেত্ৰে সমসার সৃষ্টি হয়েছে। খিলঞ্জিয়া বোড়ো ভাষা বাদে অন্য জনজাতীয় ভাষাগুলোর শৈক্ষিক বিকাশ হয়নি। এমনকি ৫০ বছর পর অসমিয়া ভাষা থাকবে কিনা তারও সংশয় হচ্ছে। কথিত ভাষা হিসেবে ছোট ছোট সব ভাষা চলতে থাকবে কিন্তু বৌদ্ধিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশ এবং বিজ্ঞানের বিকাশ হবি কিনা তা প্রশ্নাতীত। তিনি আরও বলেন- কখনও ঘটা আকস্মিক দুৰ্ঘটনা, পরিঘটনার জন্য কোনও কারণেই কাৰ্বি ভূমিতে কালো দাগ লাগতে দিতে পারা যায় না। এদিনের অনুষ্ঠানে সাহিত্যিক রংবং তেরাং বলেন- আজকের দিনটি আমার সাহিত্য জীবনের সবচেয়ে মধুরতম এবং পরিপূৰ্ণ দিন। সাহিত্য একাদেমি আমার মতো সাধারণ লেখককে নিয়ে এমন অনুষ্ঠান আয়োজন করাটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। সাহিত্যের মাধ্যমে আসা এই সৌভাগ্যের দ্বারা আমাদের পাহাড়ের সাহিত্য সম্পদ উদ্ভাষিত করে তোলার এক নব জাগরণের ইতিহাস রচিত হল বলে ভাবছি। অসম সাহিত্য সভাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন- অসমের জনজাতীয় ভাষা সাহিত্যের বিকাশের জন্য অসম সাহিত্য সভা নীরবে কাজ করে যাচ্ছে। কাৰ্বি জনগোষ্ঠীর ভাষা সাহিত্যের গ্ৰন্থ প্ৰকাশনেও অসম সাহিত্য সভা কৃপনতা করেনি। সাহিত্য অকাদেমির সমন্বয়ক দেবজিত বরার সঞ্চালনায় এদিনের অনুষ্ঠানটিতে নগাঁও এজিবি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক তথা বিশিষ্ট সাহিত্য সমালোচক অরিন্দম বরকটকী, লেখক হাংমিজি হান্সে প্ৰমুখরা সাহিত্যিক তেরাংয়ের সান্নিধ্যের অভিজ্ঞতা বৰ্ণনা করে অনুষ্ঠানটিকে আরও বেশি মনোজ্ঞ করে তোলেন। এদিন অসম সাহিত্য সভার বিভিন্ন জনগোষ্ঠীর কবিদের নিয়ে একটি কবি সম্মেলনও অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.