সাহিত্যে অনবদ্য অবদানের জন্য এ বছর জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন ভারতীয় লেখক অমিতাভ ঘোষ
নয়াদিল্লিঃ ইংরাজি ভাষায় ভারতীয় লেখকদের মধ্যে তিনি অন্যতম। বর্তমানে নিউইয়র্কের বাসিন্দা বিখ্যাত এই লেখক। তাঁর বলিষ্ঠ লেখায় বরাবরই আধুনিকতার পাশাপাশি ইতিহাসেরও ছোঁয়া পাওয়া যায়। 'রিভার অব স্মোক ', 'সি অব পপিস'-এর মতো অনবদ্য উপন্যাসের জন্য তিনি এর আগে পদ্মশ্রী ও সাহিত্য একাডেমী পুরস্কারও পেয়েছেন। জ্ঞানপীঠ পুরস্কার পাওয়ার খবর পেয়ে তিনি ট্যুইটে ভক্তদের প্রশ্নের জবাবে বলেন, চিরকালের সম্মানীয় বিখ্যাত লেখকদের পাশে যে জায়গা করতে পারবেন তা তিনি ভাবেননি। তাঁর জীবনের অন্যতম আনন্দদায়ক দিন এইটি। জ্ঞানপীঠ পুরস্কারের জন্য যে কমিটি এই সিদ্ধান্ত নেন তাঁর প্রধান হলেন বিখ্যাত উপন্যাসিক জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত প্রতিভা রায়। কমিটির তরফ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে অমিতাভ ঘোষ প্রকৃত অর্থে একজন মহান লেখক। ১৯৫৬ সালে কোলকাতায় জন্ম হয় অমিতাভ ঘোষের। পড়াশোনা করেছেন দিল্লী, অক্সফোর্ড এবং আলেকজান্দ্রিয়াতে। এখনও পর্যন্ত তাঁর শেষতম উপন্যাসটির নাম The great drangement : climate change and the unthinkable. উল্লেখ্য, ১৯৬৫ সাল থেকে সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার দেয়া হচ্ছে। ২০১৬ সালে এই পুরস্কার পেয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। এর আগে আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবীও এই সম্মানে ভূষিত হয়েছেন।
কোন মন্তব্য নেই