প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী অরুণ ভাদুড়ি
কলকাতাঃ প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী অরুণ ভাদুড়ি। প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার সকাল ৭টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্পীমহলে।ফুসফুসে ভয়াবহ সংক্রমণ নিয়ে গত মঙ্গলবার ভর্তি হয়েছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী। হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন জানিয়েছিলেন, সংক্রমণের ফলে শ্বাসক্রিয়ায় ভীষণ সমস্যা হচ্ছিল বছর পঁচাত্তরের এই শিল্পীর। তবে শুধু সংক্রমণই নয়, ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) অসুখেও আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসায় সেভাবে সাড়াও দিচ্ছিলেন না। মাল্টি অরগ্যান ফেলিওরের শিকার হচ্ছিলেন তিনি। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। রবিবার সকালে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তারপরই এদিন সকালে প্রয়াত হন তিনি।অরুণ ভাদুড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোন মন্তব্য নেই