এনআরসির তালিকায় নাম ওঠাতে দাবি আপত্তি সহ ফৰ্ম জমা দেওয়ার তারিখ বাড়িয়ে দিল সুপ্ৰিম কোৰ্ট
নয়াদিল্লিঃ অসমে এনআরসির তালিকায় নাম ওঠাতে দাবি আপত্তি জমা দেওয়ার তারিখ বাড়িয়ে দিল দেশের সৰ্বোচ্চ আদালত। সুপ্ৰিম কোৰ্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি রহিন্তন ফলি নরিম্যানের গঠিত খণ্ড বিচারপীঠে বুধবার এ সংক্ৰান্ত মামলার শুনানি হয়। তারপরই আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পৰ্যন্ত করা হয়। এর আগে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ ডিসেম্বর। শুধু তাই নয় আবেদনের দাবি আপত্তির পরীক্ষামূলক প্ৰক্ৰিয়ার তারিখও ১ ফেব্ৰুয়ারির পরিবৰ্তে ১৫ ফেব্ৰুয়ারি করেছে সৰ্বোচ্চ আদালত। এ বিষয়ে এনআরসির কোঅৰ্ডিনেটর আদালতকে জানিয়েছেন- ১৪.৮ লক্ষ দাবি আপত্তির আবেদন জমা পড়েছে। তাছাড়া অৰ্ধশিক্ষিত লোকের পক্ষে এনআরসি-র ফৰ্ম পূরণ করাও সহজ নয়। এছাড়া পঞ্চায়েত নিৰ্বাচনের জন্যও এনআরসির কাজের অগ্ৰগতিতে বাধা পড়েছে। এনআরসির জন্য আবেদন জমা দেওয়া ফৰ্মগুলো স্থানীয় অফিসগুলিতে সহজলভ্য করার নিৰ্দেশ দিয়েছে সৰ্বোচ্চ আদালত। এর আগে রাজ্য সরকার ১৫ ডিসেম্বরের বেশি সময়সীমা চেয়ে সৰ্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল। সে সময় মুখ্য বিচারপতি রাজ্য সরকারকে এনিয়ে আশ্বাস দিয়েছিলেন। তবে নিৰ্দিষ্ট সময়সীমা কাছে চেপে আসার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিশৃঙ্খলা এবং বিভ্ৰান্তির সৃষ্টি হয়। চূড়ান্ত এনআরসির তালিকায় ২.৮ কোটি মানুষের নাম এসেছে, বাকি প্ৰায় ৪০ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। এবারে বাকি থাকা ৪০ লক্ষের মধ্যে দাবি আপত্তি সহ মাত্ৰ ১০ লক্ষ আবেদনই এখন পৰ্যন্ত জমা পড়েছে, সৰ্বোচ্চ আদালতকে একথা জানান এনআরসি কোঅৰ্ডিনেটর।
কোন মন্তব্য নেই