মিজোরামে বিধ্বস্ত কংগ্রেস, দুই আসনেই হারলেন মুখ্যমন্ত্রী লালথানহাওলা
ননী গোপাল ঘোষ, শিলং -১১ ডিসেম্বর - সারা দেশ জুড়ে চলা কংগ্রেস হাওয়া থমকে গেল মিজোরামে। কংগ্রেস ক্ষমতা হারাল মিজোরামে। বিজেপি-র কংগ্রেস মুক্ত উত্তর -পূর্ব সফল হল মিজোরামে। ক্ষমতায় এককভাবে ফিরল মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)। ৪০ আসনের মিজোরাম বিধানসভায় এমএনএফ একাই ঝুলিতে পুরল ২৬টি আসন। ২০১৩ সালের ভোটে জেতা ৩৪ আসনের ২৯ আসন খুইয়ে কংগ্রেসের ঝুলিতে সাকুল্যে মাত্র ৫ আসন জুটল। মুখ্যমন্ত্রী লালথানহাওলা তাঁর নিজের আসন সেরচিপেই শুধু হারলেন না, দ্বিতীয় আসন চাম্ফাই সাউথ আসনে ও হারেন। খ্রিস্টান অধ্যুষিত মিজোরামে খাতা খুলল বিজেপি ও। বিজেপি-র বি ডি চাকমা তুইচাওয়াং (Tuichawang) কেন্দ্রে জিতলেন বিপুল ভোটে । এমএনএফ সভাপতি জোরামথাংগারই ফের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা। ৭৪ বছরের জোরামথাংগা ১৯৯৮ থেকে টানা দশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন। ২০০৮ সালে ক্ষমতা খুইয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী লালথানহাওলার কাছে। ফের এক দশক পর ক্ষমতায ফিরলেন জোরামথাংগা।
কোন মন্তব্য নেই