Header Ads

অটল বিহারীর নামে ১০০ টাকার মুদ্ৰা,

নেপালে ভারতীয় নোট অচল

গুয়াহাটিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী আগামী ২৫ ডিসেম্বর দেশের প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহারী বাজপেয়ীর জন্ম দিনে উজান অসমের দেশের সৰ্বোচ্চ দৈৰ্ঘ রেল কাম রোড ব্ৰিজ বগীবিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে আসছেন। সেই দিনই অটল বিহারী বাজপেয়ীর স্মরণে ১০০ টাকার এক মুদ্ৰা প্ৰচলন করা হবে। ৩৫ গ্ৰামওজনের এই মুদ্ৰায় বাজপেয়ীর জন্ম-মৃত্যুর তারিখ উল্লেখ করা থাকবে। এদিকে নেপাল থেকে এক খবর পাওয়া গেছে যা গত ১৩ ডিসেম্বরের সংবাদপত্ৰ ‘কাঠমাণ্ডু পোষ্ট'-এ প্ৰকাশ পেয়েছে নেপাল সরকার ভারতের ১০০ টাকার ওপরের টাকা গ্ৰহণ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতের নতুন ২০০০ টাকা, ৫০০ টাকা ২০০ টাকার নোট গ্ৰহণ করা থেকে বিরত থাকতে বলেছে। এই ব্যবস্থার ফলে নেপাল এবং ভারতের ভ্ৰমণরত পৰ্যটকদের অসুবিধার সন্মুখীন হতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.