নতুন কিছু নিয়মের মাধ্যমে ফেব্ৰুয়ারীর দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে
গুহায়াটিঃ অসমে মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এগিয়ে এনে আগামী ফেব্ৰুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে করা হবে। আজ সেবার কাৰ্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার দিনক্ষণ ছাড়াও নতুন কিছু নিয়ম লাগু করার সিদ্ধান্ত হয়েছে। সেবার এক মুখপাত্ৰ জানান, সরকারী বিজ্ঞপ্তি জারি হওয়ার পর মাধ্যমিক (মেট্ৰিক) এবং হাই মাদ্ৰাসা পরীক্ষার দিন ক্ষণ ঘোষণা করা হবে। এবার প্ৰতিটি পরীক্ষা হলে সি সি টিভিক্যামেরার ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। যে সব বিদ্যালয় এই ব্যবস্থা লাগু করবে না, সেই সব বিদ্যালয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্ৰহণ করা হবে। পরীক্ষাৰ্থীদের এবার থেকে নীল কালি নয় কালো কালিতে পরীক্ষা দিতে হবে। ৩ লক্ষ ৫৩ হাজার ছাত্ৰ-ছাত্ৰী এবার মাধ্যমিক পরীক্ষায় বসবে। নতুন নিয়মের মধ্যে আর এক নিয়ম হচ্ছে যে সব পরীক্ষাৰ্থী তাদের উত্তর পত্ৰে বাড়তি পৃষ্ঠা নেবে, তাদের সে পৃষ্ঠাগুলি চিহিত করার জন্য ‘বারকোড' মাৰ্ক থাকবে। যাতে বাড়তি পৃষ্ঠাগুলো শনাক্ত করতে সুবিধা হয়। আর যে সব শিক্ষক পরীক্ষার খাতা দেখবেন, এবং পরীক্ষার হলে গাৰ্ড দেবেন তাদের সংশ্লিষ্ট উত্তর খাতায় (উত্তর পত্ৰে) সংক্ষিপ্ত স্বাক্ষর নয় পুরো স্বাক্ষর করতে হবে। এই পরীক্ষার পর প্ৰ্যাকটিকেল পরীক্ষার দিন ক্ষণ করা হবে আগামী বিহু উৎসবের পর। অসম বিধানসভার ‘ভোট অন অ্যাকাউণ্ট' বাজেট অধিবেশনের কিছু আগে-পরে এই মাধ্যমিক পরীক্ষা দিন ক্ষণ স্থির করা হবে। তখন সংসদেও বাজেট অধিবেশন চলবে।
কোন মন্তব্য নেই