এই প্ৰথম উজান অসমের চা বাগানের ম্যানেজারের পদে মহিলা অফিসার নিয়োগ
ছবি, সৌঃ জি প্লাস
গুয়াহাটিঃ যেসব মেয়েরা চা বাগানের ম্যানেজার হতে চাইছেন তাদের জন্য সুখবর। উজান অসমের হিলিকা টি এস্টেটে ম্যানেজার পদের জন্য নিযুক্ত হয়েছেন এসমের শিবসাগর জেলার নাজিরার ৪৩ বছর বয়সী মঞ্জুলা বড়ুয়া। এই প্ৰথম কোনও মহিলা চা বাগানের ম্যানেজারের দায়িত্বভার নিয়েছেন। স্বাভাবিকভাবেই মেয়েদের কাছে তিনি অনুপ্ৰেরণা। চলতি বছরের অগাস্টে তাঁর পদোন্নতি হয়। বৰ্তমানে তিনি এপিজে চা বাগানের হাল ধরেছেন। চা বাগানে মেয়েদের জন্য ওয়েলফেয়ার অফিসারের পদটি খুবই গুরুত্বপূৰ্ণ পদ। তার কারণ চা শ্ৰমিকদের কল্যাণের বিষয়টি চা বাগানের ম্যানেজারকেই দেখতে হয়। যা খুব একটা সহজ ব্যাপার নয়। এতোদিন অবধি পুরুষেরাই চা বাগানের ম্যানেজারের পদটি সামলে এসেছেন। মঞ্জুলাকে নিযুক্ত করায় পুরনো পরম্পরা ভাঙল।
কোন মন্তব্য নেই