Header Ads

সন্দেহভাজন জঙ্গিরা লাংটিংয়ের কাছে প্রত্যন্ত এলাকায় কাঠের লগ বোঝাই চারটি ট্রাক জ্বালিয়ে দেয়

 
বিপ্লব দেব, হাফলং-  ডিমা হাসাও ও কার্বিআংলং সীমান্তবর্তী এলাকায় চারটি লগ ভর্তি লড়ি জ্বালিয়ে দিল সন্দেহভাজন জঙ্গিরা। অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে ফের একবার উগ্রপন্থী সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন সুত্রের খবর, পাহাড়ি জেলাতে আরও একটি উগ্রপন্থী সংগঠন সক্রিয় হয়ে উঠেছে বিশেষ করে মাইবাং মহকুমার অন্তর্গত লাংটিং হাতিখালি সহ বিভিন্ন প্রত্যন্ত গ্রামে জঙ্গি আতঙ্কে কাঁপছে গ্রামবাসী। ডিমা হাসাও জেলার লাংটিং থেকে  প্রায় ৪৫ কিলোমিটার দূরবর্তী এলাকার ঘন জঙ্গলে কাঠ নিয়ে আসা লড়ি জ্বালিয়ে দেয় সন্দেহভাজন জঙ্গিরা। তবে গাড়ির চালক ও সহ চালকদের কোনও খোঁজ মেলে নি। ডিমা হাসাও জেলার পুলিশ সুপার প্রশান্ত শইকিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়ে উঠেনি। তবে এই ঘটনায় গোটা জেলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে বেশ কিছুদিন থেকে পাহাড়ি জেলাতে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সংঘঠিত হচ্ছে এর জন্য পুলিশের নিষ্কৃয়তাকে দায়ী করেছে বিভিন্ন দল সংগঠন এদিকে লাংটিংয়ের ঘটনায় পুলিশ তীব্র অভিযান শুরু করেছে। তবে পাহাড়ি জেলাতে আবার যে ভাবে জঙ্গি তৎপরতা বেড়ে চলছে এনিয়ে বিভিন্ন মহলে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। জানা গেছে এই চারটি ট্রাকে করে অবৈধ ভাবে কাঠের লগ নিয়ে আসা হচ্ছিল। জঙ্গিরা এসব ট্রাক মালিকদের কাছে অর্থ দাবি করেছিল বলে জানা গিয়েছে। জঙ্গিদের দাবি মতে অর্থ না পাওয়ার জেরেই এই ঘটনা, সন্দেহ পুলিশের। লাংটিং থানার ওসি গুনজিৎ পাঠক জনান, পুলিশের কাছে খবর ছিল যে অবৈধ ভাবে লগ পাচারকারীদের কাছে সন্দেহভাজন জঙ্গিরা অর্থ দাবি করেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.