ডিমা হাসাও জেলায় নবম ও দশম শ্রেনীর পরীক্ষার সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস
বিপ্লব দেবঃ হাফলং,
ডিমা হাসাও জেলার শিক্ষা বিভাগের চূড়ান্ত গাফিলাতির দরুন দশম শ্রেনী ও নবম শ্রেনীর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার দরুন শুক্রবার শিক্ষা বিভাগ সমাজ বিজ্ঞানের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা বিভাগ। পরীক্ষার একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দশম শ্রেনী ও নবম শ্রেনীর জন্য তৈরী সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এমনকি ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যায় সমাজ বিজ্ঞানের প্রশ্ন। নবম শ্রেনী ও দশম শ্রেনীর প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রই পরীক্ষার আগে ফাঁস করা হয়েছে কিনা এনিয়ে অবিভাবকদের মধ্যে দেখা দিয়েছে সন্দেহ। তাই এনিয়ে অবিভাবকরা এর উচিত তদন্ত দাবি করে প্রশ্নপত্র ফাঁস করা ব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি তুলেছে এমনকি বিষয়টি অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ সেবা-র কাছে অভিযোগ করা হবে বলে অনেক অবিভাবক শুক্রবার এই প্রতিবেদককে জানিয়েছেন। সেবা-র অধীনে স্থানীয় শিক্ষা পর্ষদ ( বোর্ড) নবম ও দশম শ্রেনীর পরীক্ষা নিয়ন্ত্রন করে। এবং এই দুটি ক্লাসের প্রশ্নপত্র তৈরী করে সেবার অধীনে থাকা শিক্ষা পর্যদ। তারপর ও কি ভাবে সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হল এনিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। এক বিশেষ সুত্রে প্রকাশ নবম শ্রেনী ও দশম শ্রেনীর সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্র বাজারে ১০ থেকে ১৫ হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে। এভাবেই অনেক ছাত্রছাত্রীর হাতে এই সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্র চলে যায় বলে তথ্য সামনে এসেছে। এদিকে শুক্রবার সকালে নবম ও দশম শ্রেনীর প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ছাত্রছাত্রী ও অবিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সঙ্গে সঙ্গে স্কুল সমূহের পরিদর্শক গায়েত্রী নাইডিং নবম ও দশম শ্রেনীর পরীক্ষা শুক্রবার স্থগিত রাখার নির্দেশ জারি করেন। এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে স্কুল সমূহের পরিদর্শক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বোর্ড সদস্যদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে এনিয়ে উচিত তদন্ত করে দোষী ব্যাক্তিকে অবিলম্বে বের করে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান স্কুল সমূহের পরিদর্শক গায়েত্রী নাইডিং। এদিকে সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস করার পিছনে শিক্ষা বিভাগের কোনও কর্মীর হাত থাকার তথ্য সামনে এসেছে। শুক্রবারই নবম ও দশম শ্রেনীর ছাত্রছাত্রীদের শেষ পরীক্ষা ছিল। কিন্তু ওই পরীক্ষা স্থগিত রেখে পরীক্ষার সূচি বদল করা হয়েছে এবার নতুন করে প্রশ্নপত্র তৈরী করে আগামী সোমবার সমাজ বিজ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। এদিকে অধিকাংশ অবিভাবক ও শিক্ষক শিক্ষিকারা নবম ও দশম শ্রেনীর সব কয়টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন সংবাদ মাধ্যমের সামনে।
কোন মন্তব্য নেই