অসমে পেথাই-এর প্ৰকোপে ঝিরি ঝিরি বৃষ্টি, তাপমাত্ৰ ১২-১৪ ডিগ্ৰী
গুয়াহাটিঃ গত ২৪ ঘণ্টা থেকে গুয়াহাটি মহানগর সহ সারা রাজ্যে ঝিরি ঝিরি বৃষ্টি, সেই সঙ্গে ঠাণ্ডা হাওয়া এবং স্বাভাবিকভাবেই কূয়াশা, শীতের প্ৰকোপ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগমী ২৪ ঘণ্টা আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, ঠাণ্ডার প্ৰকোপও বৃদ্ধি পাবে। দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় বিশেষ করে সমুদ্ৰ উপকূলবৰ্তী অঞ্চলে প্ৰচণ্ড ঝড় বৃষ্টির শুরু হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘পেথাই সাইক্লোন'। এই পেথাই-এর প্ৰভাবে অসমেও বড় দিনের প্ৰাককালে ঠাণ্ডা জমিয়ে পড়েছে। সেই সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টি। বঙ্গাইগাঁও, ধুবড়ি জেলায় তাপমাত্ৰা ১২ থেকে ১৪ ডিগ্ৰী সেলসিয়াসের মধ্যে উঠা নামা করছে। গুয়াহাটিতে ১৪-১৫-র মধ্যে সীমাবদ্ধ তাপমাত্ৰা। শিলং য়ে তাপমাত্ৰা দ্ৰুত নেমে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এই ঠাণ্ডার প্ৰকোপে রাজ্যে বনভোজনের কোনও কমতি নেই, সেই সঙ্গে পথ দুৰ্ঘটনা ভয়ানক ভাবে বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭ জন পথ দুৰ্ঘটনায় মারা গেছে।
কোন মন্তব্য নেই