করিমগঞ্জে ১৭টির বদলে ৩৭টি কেন্দ্ৰে ফের ভোটগ্ৰহণকে নিয়ে ক্ষুব্ধ বিরোধী দল কংগ্ৰেস
শীৰ্ষেন্দু সী, করিমগঞ্জঃ নিৰ্বাচন কমিশন করিমগঞ্জে ৭টি কেন্দ্ৰে ফের ভোটগ্ৰহণের কথা জানিয়েছিল। এরপর করিমগঞ্জের ডিসি প্ৰদীপ তালুকদার প্ৰথমে ১৭ টি কেন্দ্ৰে ফের ভোটগ্ৰহণ হওয়ার কথা বিরোধী দলকে জানিয়েছিলেন। কিন্তু পরবৰ্তীকালে ১৭টির পরিবৰ্তে ৩৭টি কেন্দ্ৰে ফের ভোটগ্ৰহণের জন্য সুপারিশ করা হলে ক্ষুব্ধ হয়ে ওঠে বিরোধী দল কংগ্ৰেস। কংগ্ৰেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্ৰাক্তন মন্ত্ৰী সিদ্দিক আহমেদের নেতৃত্বে জেলা কংগ্ৰেসের একটি প্ৰতিনিধি দল ডিসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে জেলা শাসক অন্য কাজের আছিলায় তাদের সঙ্গে দেখা করেন নি। ফলত আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন জেলা কংগ্ৰেসের প্ৰতিনিধিরা। তাঁরা ৩৭ টি কেন্দ্ৰে ফের ভোট গ্ৰহণের জন্য জেলা শাসককেই দায়ী করেছেন।
কোন মন্তব্য নেই