নাৰ্সদের সেবা অত্যাবশ্যকীয়, সেবা হিসাবে ঘোষণা, ৬ মাস আন্দোলনে বাধা
গুয়াহাটিঃ কোনও দাবি দাওয়া নিয়ে নাৰ্সরা আর আন্দোলন করতে পারবে না। আগামী ৬ মাস যে কোনও আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ১৮ ডিসেম্বর অসম সরকার অত্যাবশ্যকীয় সেবা পরিচালনা (অসম) আইন–১৯৮০র অনুযায়ী নাৰ্সিং সেবাকে অত্যাবশ্যকীয় সেবা হিসাবে ঘোষণা করেছে। ঐ আইনের ৩ নং দফা অনুযায়ী নাৰ্সদের চিকিৎসা সেবা অত্যাবশ্যকীয়, কোনও ধরণের বাধা সৃষ্টি করা যাবে না। ৬ মাসের জন্য তা বলবৎ করা হয়েছে।
কোন মন্তব্য নেই