মেঘালয়ে ১৩ কয়লা খনি শ্রমিকের মৃত্যুর আশঙ্কা
প্ৰতীকী ছবি
ননী গোপাল ঘোষ, শিলং - মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের লাইসিন নদীর কাছে কাসান এলাকায় কয়লা খনিতে ১৩ জন শ্রমিকের আটকে পরার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবারের ঘটনা। মেঘালয়ের এসপি সিলভেস্টার নংটিঙ্গার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শ্ৰমিকদের খোঁজে উদ্ধার অভিযানে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফের দল। অবৈধভাবে কয়লা খনির মালিকের বিরূদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এটি একটি গভীর খনি ছিল।পুলিশের মতে খনিটি বহু পুরনো, বহু বছর পর ঐ খনিতে ৩ থেকে ৪ দিন আগে খননের কাজ শুরু হয়। অতিরিক্ত জলের তোড়ে খনির ভেতর আটকে থাকা শ্রমিকদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জেনারেটরের সাহায্যে জল বের করার চেষ্টা চলছে। কয়লা খাদে আটকে পরা শ্ৰমিকদের নাম ক্ৰমে মেঘালয়ের পশ্চিম গাড়ো পাহাড়ের মাগুরমারির ওমর আলি, শিরাপত আলি, মজিত এসকে, রাজিউল ইসলাম, রাজাবালা এলাকার মেরামুর ইসলাম, মনিমুল ইসলাম, অসমের চিরাঙ জেলার আপদাগুড়ির আমির হুসেন, বগিদার এলাকার মনিরুল ইসলাম, খোয়ারশলার সাইয়ার ইসলাম, নলবারীর ভাঙনামারির মহম্মদ সামসুল হক, পূৰ্ব জয়ন্তিয়া পাহাড়ের লুটিমথারির চাল ডখার, আইয়ঙ ডখার এবং নিলম ডখার।
কোন মন্তব্য নেই