Header Ads

নাবালিকা ধৰ্ষণের অভিযোগে ডিফুতে এজন জওয়ানের কারাদণ্ড

 সঙ্গীতা ভৌমিক দাসঃ ডিফু,
বছর ছয়ের এক নাবালিকাকে ধৰ্ষণ করার অভিযোগে ডিফুর সেশন আদালতের বিচারপতি আমির উদ্দিন আহমেদ মঙ্গলবার ভাস্কর জ্যোতি কলিতা নামের একজন পুলিশের জওয়ানকে চার বছরের কারাদণ্ড এবং দু’হাজার টকা জরিমানা আদায়ের আদেশ দেন। উল্লেখযোগ্য, ২০১৫ সালের ১৭ ডিসেম্বরে পুলিশের এক জওয়ান ডিফু থানায় একটি এজাহার দিয়ে জানিয়েছিল যে সেদিন সন্ধ্যায় তারা স্বামী-স্ত্ৰী দুজন ডিফু চিকিৎসালয়ে গিয়েছিলেন। সে সময় তাদের প্ৰায় ৬ বছরের কন্যাকে ঠাকুমার কাছে রেখে গিয়েছিলেন। তাদের ঘরের সামনেই ভাস্কর জ্যোতি কলিতা নামের পুলিশের জওয়নজন তাদের নাবালিকা কন্যাকে ফুসলিয়ে নিজের কোঠায় নিয়ে ধৰ্ষণ করে। ডিফু থানায় এই সম্পৰ্কে ২৭৫/২০১৫ নম্বরের একটি মামলা ভারতীয় দণ্ডবিধি আইনের ৩১৬ (২) (এফ) এবং পকসো আইনের ছনং ধারায় দায়ের করে পুলিশ অভিযুক্তকে গ্ৰেপ্তার করে। মামলাটির বিচার প্ৰক্ৰিয়া ডিফুর ন্যায়িক আদালতে চলার পর আজ এই মামলার রায় দান করে সেশন কোৰ্ট। অভিযুক্তকে পকসো আইনের ৮নং ধারায় দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ডের সাথে দু’হাজার টাকা জরিমানা আদায়ের হুকুম দেয়। মামলাটিতে সরকারী পক্ষের হয়ে পাব্লিক প্ৰসিকিউটর দিলীপ কুমার ডেকা যুক্তি প্ৰদৰ্শন করার বিপরীতে অভিযুক্তের হয়ে যুক্তি প্ৰদৰ্শন করেন আইনজীবী  পি এন বড়ো।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.