তুলিরাম রংহাঙের বিরুদ্ধে অসাংবিধানিক শব্দ ব্যবহারের অভিযোগে কেএসএ সভাপতি গ্ৰেপ্তার, প্ৰতিবাদে ৩৬ ঘণ্টা জেলা বন্ধ ঘোষণা
সঙ্গীতা ভৌমিক দাসঃ ডিফু,
কাৰ্বি ছাত্ৰ সন্থার সভাপতি ছিমিউন রংফারকে আজ ডিফু পুলিশ গ্ৰেপ্তার করে। ছিমিউন রংফারের বিরুদ্ধে কাৰ্বি আংলং স্বশাসিত পরিষেদর মুখ্য কাৰ্যবাহী সদস্য তুলিরাম রংহাঙের বিরুদ্ধে প্ৰকাশ্য সভায় অসাংবিধানিক শব্দ ব্যবহার করার অভিযোগ করে তুলিরাম রংহাঙের ভাতৃ রবিরাম রংহাং দেওয়া এজাহারের ভিত্তিতে ছাত্ৰ নেতাজনকে আজ ডিফু পুলিশ গ্ৰেপ্তার করে। উল্লেখ্য যে কাৰ্বি ছাত্ৰ সন্থার উদ্যোগে গত ৮ ডিসেম্বর থেকে কাৰ্বি আংলং জেলার বিভিন্ন প্ৰান্ত থেকে লংমাৰ্চ করে ডিফুতে এসে ১১ ডিসেম্বরে ডিফুতে সমবেত হয়ে স্বশাসিত পরিষেদর মুখ্য কাৰ্যবাহী সদস্যের মাধ্যমে দেশের প্ৰধানমন্ত্ৰী, গৃহমন্ত্ৰী এবং অসমের মুখ্যমন্ত্ৰীকে একটি স্মারকপত্ৰ প্ৰেরণের কাৰ্যসূচী গ্ৰহণ করা হয়েছিল। এই স্মারকপত্ৰযোগে জেলাটির দীৰ্ঘদিনের দাবী স্বশাসিত রাজ্য দাবী শীঘ্ৰে সমাধা করা, বড়ো চুক্তির ৮ নং দফা বাতিল করা ইত্যাদিসহ বিভিন্ন দাবী সন্নিবিষ্ট ছিল। এদিকে, উক্ত ১১ ডিসেম্বরে পরিষেদ মুখ্য কাৰ্যবাহী সদস্যসহ একজনও কাৰ্যবাহী সদস্য উপস্থিত নাথাকায় স্মারকপত্ৰ দিতে যাওয়া ছাত্ৰ সন্থাটির উদ্যোগে অন্যান্য সহযোগী দলগুলো তীব্ৰ ক্ষোভ ব্যক্ত করেছিল। এরপর সংগঠনগুলো একটি জনসমাবেশ অনুষ্ঠিত করেছিল। এই সভায় বিজেপি দল বিগত নিৰ্বাচনগুলোয় স্বশাসন প্ৰদান করা সম্পৰ্কে দেওয়া প্ৰতিশ্ৰুতি রক্ষা করাসহ বিভিন্ন বিষেয়র ওপর বিভিন্ন বক্তা ভাষণ প্ৰদান করেছিল। এই সভাতেই কাৰ্বি ছাত্ৰ সন্থার সভাপতি ছিমিউন রংফার পরিষেদর মুখ্য কাৰ্যবাহী সদস্য তুলিরাম রংহাঙের বিরুদ্ধে অসাংবিধানিক শব্দ প্ৰয়োগ করার অভিযোগ তুলে মুখ্য কাৰ্যবাহীর ভাতৃ ডিফু থানায় ইউযএস-১৮৯, ১৫৯, ১৫৩, ৫০৬, ৫০০, ৫০৪ এবং ৫০৫ ধারায় কেস দায়ের করা হয়েছিল। এছারাও আর / ডব্লিউ ধারায় ৬৬এফএফও চাপিয়ে দেওয়া হয় ছাত্ৰ নেতাজনের ওপর। আজ সকাল ১১ টা নাগাদ কোনো নিৰ্দেশনা অথবা ওয়ারেণ্ট ছারাই ছাত্ৰ নেতাজনকে পুলিশ গ্ৰেপ্তার করে ডিফু থানায় নিয়ে আসে। অন্যদিকে, এর তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করে কাৰ্বি ছাত্ৰ সন্থা বিকেল ৩ টেয় এক সংবাদমেল অনুষ্ঠিত করে। সংবাদমেলে মোট ১৬টা সংগঠনের সদস্য উপস্থিত ছিল। সংবাদমেলের মাধ্যমে সংগঠনগুলো বিনাশৰ্তে কাৰ্বি ছাত্ৰ সন্থার সভাপতিজনকে শীঘ্ৰে ছেরে দেওয়ার দাবী জানায়। ছাত্ৰ নেতাজনের গ্ৰেপ্তারের প্ৰতিবাদে সংগঠনগুলো কাল অৰ্থাৎ রবিবার সকাল ৫ টা থেকে সোমবার বিকেল ৫ টা পৰ্যন্ত ৩৬ ঘণ্টার কাৰ্বি আংলং জেলা বন্ধের ঘোষণা করে। সংবাদমেলে সংগঠনগুলোর নেতৃবৃন্দ বিজেপি সরকার সংবিধান প্ৰদত্ত বাক স্বাধীনতা হরণ করারো গুরnতর অভিযোগ উত্থাপন করে। সাথে বিজেপি নেতৃত্বাধীন কাৰ্বি আংলং স্বশাসিত পরিষদ বড়ো চুক্তির ৮ নং দফা সমৰ্থন করার এই ঘটনাই উপযুক্ত প্ৰমাণ বলে দাবী করে। যদি অতি শীঘ্ৰে ছাত্ৰ নেতাজনকে মুক্তি দেওয়া নাহয় তবে অনিৰ্দিষ্টকালীন জেলা বন্ধর কাৰ্যসূচী গ্ৰহণ করারো হুমকি দেয় সংগঠনগুলো। অন্যদিকে, এই ৩৬ ঘণ্টা জেলা বন্ধ কাৰ্যসূচীতে পাৰ্বত্য জেলাটির আঞ্চলিক বিরোধী দল এইচএসডিসিও সমৰ্থন জানিয়েছে বলে দলটির সাধারণ সম্পাদক লাইছন ইংলেং জানতে দেন।
কোন মন্তব্য নেই