Header Ads

প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর দূরদৰ্শী, সবল নেতৃত্বের জন্য উত্তর পূৰ্বাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হয়েছেঃ সৰ্বানন্দ সনোয়াল


গুয়াহাটিঃ অসম তথা উত্তর পূৰ্বাঞ্চলকে ‘অষ্টলক্ষ্মী' হিসাবে অভিহিত করে এই অঞ্চলের প্ৰাকৃতিক সম্পদ এবং সম্ভাবনাকে আবিষ্কার করে দেশের প্ৰথম প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী এই অঞ্চলের সাৰ্বিক উন্নয়নে এগিয়ে এসেছেন। তার একান্ত পদক্ষেপের জন্যই  সড়ক, রেল সংযোগ, জল পরিবহন, ইণ্টারনেট সেবার ব্যাপক পরিবৰ্তন সাধিত হয়েছে। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল আজ মুম্বাইয়ে রিপাব্লিক টিভির আয়োজন করা প্ৰথম রিপাব্লিক সন্মেলনে ‘দেশের উন্নয়নে রাজ্যসমূহের ভূমিকা' শীৰ্ষক এক আলোচনা চক্ৰে অংশ গ্ৰহণ করে এ কথা বলেন। তিনি বলেন, প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহারী বাজপেয়ী উত্তর পূৰ্বাঞ্চলের দ্ৰুত উন্নয়নের জন্য ‘ডোনার মন্ত্ৰালয়' স্থাপন করেছিলেন। সৰ্বানন্দ সনোয়াল অভিযোগ করেন দীৰ্ঘ ৬ দশক কংগ্ৰেস সরকার এই অঞ্চলের সঙ্গে প্ৰবঞ্চনা করেছে। উত্তর পূৰ্বাঞ্চল মানে কেন্দ্ৰীয় অনুদান এবং কেন্দ্ৰীয় পুঁজির ওপর নিৰ্ভরশীল রাজ্য হিসাবে গণ্য করা হয়েছিল। এই নেতিবাচক দৃষ্টিভংগীর জন্য এই অঞ্চল স্বাবলম্বী হয়ে উঠতে পারে নি। বৰ্তমান প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর দূরদৃষ্টি, সবল নেতৃত্ব এবং সহযোগিতার ফলে এই অঞ্চলে উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। প্ৰধানমন্ত্ৰী প্ৰতি ১৫ দিন অন্তর কেন্দ্ৰীয় মন্ত্ৰীদের উত্তর পূৰ্বাঞ্চল সফরের নিৰ্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্ৰী বলেন, অবৈধ অনুপ্ৰবেশ এক রাষ্ট্ৰীয় সমস্যা। অবৈধ অনুপ্ৰবেশকারী শনাক্তকরণের জন্য অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিংহর সময়ে এন আর সি উন্নীতকরণের পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাস্তব সন্মত কোনও ব্যবস্থা গ্ৰহণ করতে পারেন নি। বৰ্তমানে সুপ্ৰীমকোৰ্টের তত্বাবধানে এই কাজ সুচারুরূপে চলছে। মুখ্যমন্ত্ৰী বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী ‘এক ভারত শ্ৰেষ্ঠ ভারত' আদৰ্শ আমাদের সামনে তুলে ধরেছেন। রিপাব্লিক টিভির এই আলোচনা চক্ৰে মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী দেবেন্দ্ৰ ফড়নবিশও অংশ গ্ৰহণ করেন। ফড়নবিশ অসমের এন আর সি উন্নীত করণের ক্ষেত্ৰে অসম সরকারের পদক্ষেপের ভূয়শী প্ৰশংসা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.