নেতাজি বিদ্যাপীঠ স্কুলে পুনরমিলনের ব্যাপক প্ৰস্তুতি
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ গুয়াহাটি শহরের প্রথম সারির স্কুল হচ্ছে নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। স্কুলের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তন ছাত্ৰ ছাত্রীদের পুনরমিলন উৎসব ‘পিছুটান ৩’ এর আয়োজন করা হয়েছে। আগামী ২২ ও ২৩ ডিসেম্বর দুদিন স্কুল প্রাঙ্গনেই এই পিছুটানের আয়োজন করা হয়েছে। দেশ বিদেশের বহু ছাত্র ছাত্রী এতে অংশগ্রহণ করবেন। বর্তমানে এর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্ৰসঙ্গত, ১৯৪৮ সালে স্থাপিত এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী কৃতিত্বের সঙ্গে উত্তীৰ্ণ হয়ে বর্তমানে দেশে বিদেশে কর্মরত রয়েছেন। এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক শিক্ষযিত্ৰীর সঙ্গে ১৯৬৩ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বেচের সমস্ত ছাত্র ছাত্রীদের বিশেষ ভাবে সম্মানিত করা হবে। এর সঙ্গে বর্তমানের যে সকল ছাত্র ছাত্রীরা দশম ও দ্বাদশ শ্ৰেণিতে ৭৫ শতাংশ নম্বর নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাঁদেরকেও সম্বর্ধনা জানানো হবে। এ প্রসঙ্গে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি অশোক সেন জানান- তিনি পিছুটানের জন্য অনেক দিন থেকেই প্রাক্তন ছাত্র ছাত্রীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে চলেছেন। এতে দেশ বিদেশের প্রায় ৩০০ জনেরও বেশী প্রাক্তন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করবেন বলে কথা দিয়েছেন। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অমিতাভ চৌধুরী বলেন- ‘পিছুটান’ ২০১২ সালে প্ৰথম বার অনুষ্ঠিত হয় যা নেতাজী বিদ্যাপীঠ স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের একটা প্লাটফর্ম দিয়েছে। এই নেটওয়ার্ক গড়ে তোলা ছাড়াও এই অ্যাসোসিয়েশন লক্ষ্য হল এই বিদ্যালয়কে সমস্ত আধুনিক শিক্ষা ও এক্সপোজারের প্রয়োজনীয়তা গুলি মনে রেখে স্কুলের উন্নতির জন্য যথাসম্ভব সাহায্য করা। ‘পিছুটান ৩’ এর মুখ্য আকর্ষণ ২৩ ডিসেম্বরে সন্ধ্যায় জি বাংলার সারেগামাপার বিখ্যাত জুটি জিমুত রায় ও সোহিনী মুখোপাধ্যায়ের গান। ২০১৭ সালের সারেগামাপার জয়ী জিমুত রায় ও জী মিউজিক খ্যাত সোহিনী মুখোপাধ্যায় দুজনেই সেদিন তাঁদের সুরের জাদুতে সবাইকে মুগ্ধ করবেন। প্রসঙ্গত, নেতাজি বিদ্যাপীঠের অ্যালুমনি অ্যাসোসিয়েশন স্কুলে পানীয় জলের সুবন্দোবস্ত করা ছাড়াও, গরীব ও দুঃস্থ ছাত্রছাত্রীদের লেখাপড়ায় অৰ্থ সাহায্য, মেডিকেল এবং অন্যান্য সহযোগিতাতেও হাত বাড়িয়ে দিয়েছে।
কোন মন্তব্য নেই