মিজোরাম, মণিপুরের পর গুয়াহাটিতে শিশুদের ফুটবল লীগ, ২৩ টি আই আই টির রূপালী জয়ন্তী
গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল অসমের রাজধানী দিশপুরকে দেশের ক্ৰীড়ার রাজধানী হিসাবে গড়ার লক্ষ্যে রাজ্যে বেশ কিছু ক্ৰিয়া কৰ্মসূচী গ্ৰহণ করেছেন। মিজোরাম, মণিপুরের পর অসমে ‘বেবীলীগ' শুরু হল। ফিফার পরামৰ্শে এবং অসম ফুটবল সংস্থার উদ্যোগে গুয়াহাটি মহানগরে সৰ্বপ্ৰথম ৫ থেকে ১৩ বছর বয়সী ফুটবলারদের নিয়ে ফুটবলের ‘বেবীলীগ' শুরু হয়েছে। প্ৰতি রবিবার নেহেরু ষ্টেডিয়ামে রাজ্যের ৫৭ টি দলের প্ৰায় ৫০০ শিশু ফুটবল খেলোয়াড় এই লীগে অংশ নিচ্ছে বলে ফুটবল এসোসিয়েশনের পক্ষে অঙ্কুর দত্ত আজ জানান। এদিকে গুয়াহাটি আই আই টির ৫৩ তম রূপালী জয়ন্তী উপলক্ষে দেশের ২৩টি আই আই টির প্ৰায় ২৫০০ খেলোয়াড় এবং ১০০০ কৰ্মকৰ্তা গুয়াহাটি আই আই টি ক্ৰীড়াঙ্গনে সামিল হয়েছেন। ক্ৰিকেট, ফুটবল, ব্যাডমিণ্টন সহ সব ধরণের খেলায় অংশ নিয়েছে দেশের ২৩ টি আই আই টির খেলোয়াড়।
কোন মন্তব্য নেই