Header Ads

পাথরের ধস নেমে প্রায় দুইঘন্টা পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল


বিপ্লব দেবঃ হাফলং
পাহাড় লাইনে পাথর ধসের দরুন মঙ্গলবার রেল চলাচল বিঘ্নিত হয়।  লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথের হিল সেকশনের দাওটুহাজা স্টেশনের কাছে বৃষ্টির জন্য পাথর নেমে আসার জেরে প্রায় দুই ঘন্টা ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। রেল সুত্রে জানা গিয়েছে।  গতকাল রাত থেকে বৃষ্টি হওয়ার দরুন পাহাড় লাইনের দাওটুহাজা স্টেশনের কাছে ৭৭/৭ কিলোমিটারে পাহাড় থেকে পাথর ধসে পড়ে। তবে রেল কর্মীদের প্রচেষ্টায় ধস সড়িয়ে বিকেল তিনটা নাগাদ  পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করে তুলা হয়। ধসের দরুন ৫৫৬১৬ শিলচর-গুয়াহাটি ফাষ্ট প্যাসেঞ্জার ট্রেন মাহুরে ১৩১৭৪ শিয়ালদাহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাওটুহাজা ও ফাইডিংয়ের মধ্যবর্তী স্থানে এবং ১৩১৭৫ আগরতলা-শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউহাফলং স্টেশনে বেশ কিছু সময় আটকে থাকে। তবে বিকেল তিনটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে উঠে বলে রেল সুত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.