Header Ads

করিমগঞ্জে কংগ্ৰেসের জয়ী প্ৰাৰ্থীকে জালিয়াতি করে হারিয়ে দেওয়ার অভিযোগ উঠল

শীৰ্ষেন্দু সী, করিমগঞ্জঃ করিমগঞ্জে কংগ্ৰেসের বিজয়ী প্ৰাৰ্থীকে হারিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বিধায়কের সামনেই দায়িত্বপ্ৰাপ্ত আধিকারিক স্বীকার করেন প্ৰশাসনিক চাপের কথা। অভিযোগ ছিল আগে থেকেই। কিন্তু জালিয়াতির প্ৰমাণ কংগ্ৰেসের হাতে আসে দেরিতে। এমনটাই জানান উত্তর করিমগঞ্জের কংগ্ৰেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি জানান- রাতাবারির বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ কৃপানাথ মালাহর কেন্দ্ৰে হরিনগর পঞ্চায়েতের সভাপতি নিৰ্বাচনে কংগ্ৰেস প্ৰাৰ্থী সরিফ উদ্দিন ভোট পেয়েছেন ১৪৪০টি ভোট। সেই জায়গায় একই কেন্দ্ৰে ভোটের লড়াইয়ে বিজেপি প্ৰাৰ্থী আইনূল হক পেয়েছেন ১৪২১ ভোট। নিৰ্বাচনে জয়ী হয়ে সরিফ উদ্দিন বাড়ি ফিরলেও পরবৰ্তী সময় তিনি খবর পান, তাঁকে হারিয়ে বাজেপি প্ৰাৰ্থী আইনূল হককে জয়ী করানো হয়েছে। এই খবরে পেয়ে তাই রবিবার হলেও বিধায়ক কমলাক্ষ দে জেলা কংগ্ৰেসের আরও বেশ কয়েকজন মিলে জেলাশসকের অফিসে গিয়ে গিয়ে এই অভিযোগগুলি তোলেন। তিনি জানান- করিমগঞ্জের জেলা শাসকের চাপে দায়িত্বপ্ৰাপ্ত অফিসার নিরঞ্জন রায় কংগ্ৰেসের বিজয়ী প্ৰাৰ্থীকে হারিয়ে দিয়েছেন। একথা তাঁর সামনে স্বীকার করেছেন দায়িত্বপ্ৰাপ্ত অফিসার। বিধায়ক কমলাক্ষের অভিযোগ- নিৰ্বাচনে এধরনের জালিয়াতি চললে নিৰ্বাচন করারই কোনও যুক্তি থাকতে পারে না।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.