Header Ads

দীপরবিলে প্ৰস্তাবিত দুটি ট্যানেল নিৰ্মাণের রূপ রেখা, হাতিদের বিকল্প পথের সন্ধানদেবে


গুয়াহাটিঃ অসমে হাতি মানুষের সংঘাত বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ এলাকায় হাতি চলাচলের করিডরের ওপর দিয়ে রাজ্যের রেল লাইনগিয়েছে। যার ফলে রেলের পৃষ্ঠ হয়ে হাতিদের মৃত্যু এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। কারও কোনও উদ্বেগ নেই। গুয়াহাটি সংলগ্ন দীপরবিল হাতিদের অন্যতম করিডর, মেঘালয় সীমান্তবৰ্তী রাণী বনাঞ্চল থেকে হাতিরা এসে দীপরবিল অতিক্ৰম করতে গিয়ে রেলের চাকায় পৃষ্ঠ হয়ে মারা যায়। উত্তর পূৰ্ব সীমান্ত রেলওয়ে দীপরবিল অঞ্চলে দুইটি ট্যানেল নিৰ্মাণের সিদ্ধান্তের কথা জানা গেছে। বন বিভাগের পক্ষ থেকে হাতিদের সুরক্ষার প্ৰেশ্ন দীপরবিল অঞ্চলে ট্যানেল নিৰ্মাণের প্ৰস্তাব দেওয়া হয়েছিল। সেই প্ৰস্তাব মেনেই উত্তর পূৰ্ব সীমান্ত রেলওয়ে ৫৭০ মিটারে দৈৰ্ঘ্য দুইটি ট্যানেল নিৰ্মাণের রূপ রেখা প্ৰস্তুত করছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.