Header Ads

ডিজিট্যাল হচ্ছে অসম বিধানসভা

গুয়াহাটিঃ দু’বছরের মধ্যে ডিজিট্যাল হচ্ছে অসম বিধানসভা। গত বছর থেকেই অসম বিধানসভার বাজেট ‘ডিজিট্যাল’ হয়েছে। ১২৬ জন বিধায়কের হাতে ট্যাবলেট দিয়ে ডিজিট্যাল বাজেট পেশ করেছিলেন রাজ্যের অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। প্ৰধানমন্ত্ৰীর ‘ডিজিট্যাল ইন্ডিয়া’র অধীনে এবার বিধানসভার সব কাজকৰ্মই ‘পেপারলেস’ হতে চলেছে। প্ৰশ্নোত্তর থেকে শুরু করে নোটিশ জারি সমস্ত কিছুই হবে ডিজিট্যালি। সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামী। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.