Header Ads

অসমে ২০১৯ সালের সরকারী ৩৫ দিন পূৰ্ণ ছুটি, ২৫ দিন নিয়ন্ত্ৰিত ছুটি


গুয়াহাটিঃ কেবিনেট কমিটিৰ বৈঠকে ২০১৯ সালের অসমে বিভিন্ন বিভাগের সরকারী কাৰ্যালয়ে ছুটির দিন ঘোষণা করা হয়েছে। সৰ্বমোট ৩৫ দিন পূৰ্ণ ছুটি, এছাড়াও ২৫ দিন নিয়ন্ত্ৰিত ছুটি (রেষ্ট্ৰিকটেড) এবং দুদিন অৰ্ধ দিবস ছুটি। এছাড়াও প্ৰতিমাসের দ্বিতীয় শনিবার এবং চতুৰ্থ শনিবার বন্ধ তো থাকছেই।  ছুটি শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে। আগামী জানুয়ারি ১৫-১৬ জানুয়ারি মাঘ বিহু, পৌষ সংক্ৰান্তি এবং চা জনগোষ্ঠীর টুসু পূজো, ২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্ৰ বসুর জন্ম দিন, ২৬ জানুয়ারি প্ৰজাতন্ত্ৰ দিবস, ২৯ জানুয়ারি গৌথার বাথৌ সান দিবস, ৩১ জানুয়ারি মে-ডামা-মেফি দিবস। ১৯ ফেব্ৰুয়ারি বীর চিলারায় দিবস, ২১ মাৰ্চ দৌল যাত্ৰা, এপ্ৰিলের ১৪-৪৫-১৬ ভোগালি বিহু, ১৯ এপ্ৰিল গুড ফ্ৰাই'ডে, ১ মে' বিশ্ব শ্ৰমিক দিবস, ৫ মে' দামোদর তিথি, ১৮ মে' বৌদ্ধ পূৰ্ণিমা, ১৯ মে' মাধবদেব জন্মোৎসব, ৫ জুন ঈদুল ফিৎর, ১২ আগষ্ট ঈদ-উজ-জোহা, ১৫ আগষ্ট স্বাধীনতা দিবস, ২০ আগষ্ট মাধবদেব তিথি, ২৪ আগষ্ট জন্মাষ্টমী, ২ সেপ্তেম্বর শ্ৰীমন্ত শঙ্করদেব তিথি, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী, ৫,৬,৭,৮ অক্টোবর দুৰ্গা পুজো, ৮ অক্টোবর শ্ৰীমন্ত শঙ্করদেব জন্মোৎসব, ১৮ অক্টোবর কাতি বিহু, ২৭ কালি পুজো এবং দীপাবলী, ২ নভেম্বর ছট পূজো, এবং ১২ নভেম্বর গুরু নানকের জন্মদিন, ২৪ নভেম্বর লাচিত দিবস, ২ ডিসেম্বর অসম দিবস (চুকাফা দিবস) এবং ২৫ ডিসেম্বর বড়দিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.