কাজিরঙাই পৰ্যটকরা গণ্ডারের মৃত দেহ দেখে বনবিভাগকে খবর দেয়
গুহায়াটিঃ কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানে এক খৰ্ড়্গ বিশিষ্ট বিপন্ন প্ৰজাতির গণ্ডার হত্যার খবর খুব সাধারণ ঘটনা, তা গুরুত্ব পায় না। এবার হাতি সাফারি করা পৰ্যটকরা আজ ভোরে গণ্ডারের মৃত দেহ দেখে বন বিভাগকে খবর দেয়। দায়িত্ব প্ৰাপ্ত বনকৰ্মীরা টেরও পায় নি, গতকাল রাতে কাজিরঙার বাগরি ভালুকজান এলাকায় এক গণ্ডারকে হত্যা করে চোরা শিকারীরা খৰ্ড়্গ কেটে নিয়ে পালায়। বন বিভাগের কৰ্মচারীরা ঘটনাস্থলে থ্ৰি নট থ্ৰি-র কাৰ্তুজের খালি খোল খুঁজে পায়। চোরা শিকারিদের খোঁজে স্নিফার ডগকে কাজে লাগানো হয়েছিল। গতকালই তিনজন চোরা শিকারিকে ধরা হয়েছিল। স্থানীয় গ্ৰামবাসীরা আজ বনবিভাগের ব্যৰ্থতার জন্য বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্যের পদ ত্যাগ দাবি করেছে। এদিকে রাজ্য জুড়ে হাতি মানুষের সংঘাত অব্যাহত। কাৰ্বি আংলং, তামুলপুর, গোলাঘাট প্ৰভৃতি অঞ্চলে হাতিদের তাণ্ডব চলছেই। আজ মরিয়নিতে হাতির আক্ৰমণে এক শ্ৰমিকের মৃত্যু হয়েছে।
কোন মন্তব্য নেই