সিবিআই তদন্ত চান এগনেস
ননী গোপাল ঘোষ, শিলং- মেঘালয়ের পরিচিত সমাজকৰ্মী এগনেসের ওপর হামলার ঘটনায় তিনিও সিবিআই তদন্ত চাইলেন। তাঁর সঙ্গি অমিতা সাংমা আগেই সিবিআই তদন্তের দাবি করেছেন। এখন ও অবধি ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ। হামলার ঘটনায় প্রায় ৩০ জন জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ৮ নভেম্বর জয়ন্তিয়া পাহাড়ের কয়লা অধ্যুষিত অঞ্চলে প্রাণঘাতী হামলা হয় মেঘালয়ের পরিচিত সমাজকর্মী এগনেস খারসিং ও অমিতা সাংমার ওপর। তারপর থেকে এগনেস ও অমিতা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অমিতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এগনেস এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
কোন মন্তব্য নেই