জাফা-র নতুন কমিটি গঠন
ডিফুঃ জাৰ্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর আসাম সংক্ষেপে জাফা-র নতুন ৩১ জনের কেন্দ্ৰীয় কাৰ্যনিৰ্বাহী কমিটি গঠন হল। শনিবার ডিফুর রংসিয়া সাৰ্পো কালচারেল হলে আয়োজিত সারাদিন ব্যাপী অধিবেশনে জাফার নতুন এই কমিটি গঠিত হয়। এদিন অধিবেশনে আপকুর কাৰ্যবাহী সভাপতি মৌসম জ্যোতি বৈশ্য উপস্থিত ছিলেন। তাঁকে জাফা-র কাৰ্যবাহী সভাপতি হিসেবে ঘোষণা করা হলে তিনি তাতে সহমত পোষণ করেন। তার আগে জাফা-র রাজ্য সভাপতি লংসিন টেরন সকালে জাফার পতাকা উত্তোলন করেন। এদিন নবনিৰ্মিত কমিটির মুখ্য উপদেষ্টার পদে মনোনীত হন ওয়েব পোৰ্টাল ‘নয়া ঠাহর’-এর সম্পাদক তথা প্ৰবীণ সাংবাদিক অমল গুপ্ত। এছাড়া কমিটির উপ সভাপতি পদে রয়েছেন সাংবাদিক গৌতম কুমার কাকতি, বাবুরাম হাকাসাম, আফতাফ আলী, হেমেন বৰ্মণ, সুবীর দত্ত। এদিন সাধারণ সম্পাদকের পদে ফের ঘোষণা করা হয়ে সাংবাদিক কুঞ্জমোহন রায়ের নাম। সহ সম্পাদকের পদে রয়েছেন কাৰ্বাআংলং টুডে থেকে লংবীর টেরণ। এছাড়াও আরও অনেকেই নবনিৰ্মিত এই কমিটিকে ভবিষ্যতে এগিয়ে নিতে বিভিন্ন দায়িত্বভার গ্ৰহণ করেছেন।
কোন মন্তব্য নেই