Header Ads

জাফা-র কাৰ্বিআংলঙের ডিফুতে তিন দিনের বাৰ্ষিক অধিবেশন


ডিফুঃ জাৰ্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর আসাম সংক্ষেপে জাফা ডিফুতে শুক্ৰবার থেকে তিন দিনের বাৰ্ষিক অধিবেশন আয়োজন করেছে। গোটা রাজ্যের বৈদ্যুতিন এবং ছাপা মাধ্যমের সাংবাদিকরা এই অধিবেশনে যোগ দিতে চলেছেন। জাফা-র সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন রায়-এর উদ্যোগে গুয়াহাটি থেকে ২০ জন সাংবাদিকের একটি দল সেখানে গিয়েছেন। শনিবার অধিবেশ শুরু হওয়ার আগে ডিফুর রংসিয়া সাৰ্পো কালচারেল হলে সকাল ৯ টায় জাফা-র রাজ্য সভাপতি লংসিং টেরন পতাকা উত্তোলন করবেন। তারপর এদিন সারাদিন ব্যাপী একের পর এক রয়েছে অনুষ্ঠান পৰ্ব। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভ্যৰ্থনা কমিটির সভাপতি রাজবীর সিং, মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাৰ্বি আংলং অটনোমাস কাউন্সিলের সিইএম তুলিরাম রংহাং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাৰ্বিআংলং কৃষি বিভাগের ইএম অমরসিং তিসো প্ৰমুখ। এ ছাড়াও ডেপুটি কমিশনার মুকুল শইকিয়া, এসএসপি জিভি শিব প্ৰসাদ, কাৰ্বিআংলং ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর অভিনাশ বৰ্মণ, প্ৰবীণ সাংবাদিক নগেন বরা, মুকুল বড়ুয়া প্ৰমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.