Header Ads

অসম তথা উত্তরপূর্বাঞ্চল ভ্রমণ আমার জন্য সবসময় আনন্দ দায়কঃ রাষ্ট্ৰপতি


দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ সেনার দেশের প্রতি নিঃস্বার্থ ভক্তি, পেশাদারিত্ব ও বিপত্তির সময় সাহস, প্রদর্শনের জন্য দেশ তাদের সম্মান জানায়। দুদিনের সফরে গুয়াহাটিতে এসে বরঝার স্থিত ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে একথাই বলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীশ মুখী, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সাথে বায়ু সেনার বহু উচ্চ পদস্থ অফিসার। ১১৮ হেলিকপ্টার ইউনিট ও এয়ার ডিফেন্স কলেজের এই অনুষ্ঠানে বায়ুসেনারা এদিন আকাশে রঙবেরঙের কলা কৌশল প্রদর্শন করে। বুধবার বিকেলে প্রায় ৬ টা নাগাদ এক বিশেষ বিমানে বরঝার উপস্থিত হন রাষ্ট্রপতি।  তাঁকে স্বাগত জানাতে  বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীশ মুখী ও মুখ্যমন্ত্রীর সর্বানন্দ সোনোয়াল । রাষ্ট্রপতি বিমানবন্দর থেকে সোজা রাজ ভবনে চলে যান। বৃহস্পতিবার সকালে বায়ু সেনার এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাষ্ট্রপতির সফরকালে গুয়াহাটি মহানগরীকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছিল। যানজটের দিকে লক্ষ্য রেখে বেশ কিছু রাস্তাতেও করা হয় নো পার্কিং। ৩২ ও ৩৭ নম্বর জাতীয় সড়কে রাজপথে দুদিনে বড় যানবাহন চলাচল নিষিদ্ধ ছিল। বিমানবন্দর থেকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় পর্যন্ত  পথের দু দিকে ছোটো বড় কোনও বাহন পার্কিং করতে দেওয়া হয়নি। ওদিকে বিমানবন্দর থেকে খানাপাড়া পর্যন্ত কোনও সজায়গাতেই গাড়ি পার্কিং করতে দেওয়া হয়নি এই দুদিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.