বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ছয়মাসের বর্ধিত কার্যকাল শেষ হচ্ছে ৩ ডিসেম্বর
বিপ্লব দেবঃ হাফলং
দেবোলাল গার্লোসার নেতৃত্বে বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ছয়মাসের বর্ধিত কার্যকাল শেষ হচ্ছে আগামী ৩ ডিসেম্বর আর মাত্র দু‘দিন তারপরই বর্তমান পরিষদে দেবোলাল গার্লোসার নেতৃত্বে ক্ষমতাশীন বিজেপি-র কার্যনির্বাহী কমিটি শাসন ক্ষমতায় থাকার কোন সাংবিধানিক অধিকার থাকবেনা। তাই পার্বত্য পরিষদের ক্ষমতা কি রাজ্যপালের হাতে চলে যাবে না কি পরিষদে কেয়ার টেকার সরকার হবে এনিয়ে পাহাড়ের রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। গত ৩ জুন বিজেপি শাসিত পরিষদের পাঁচ বছরের কার্যকাল শেষ হওয়ার পর রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি নবায়নের কাজের জন্য অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখির নির্দেশ মর্মে রাজ্যসরকার বিজেপি শাসিত পার্বত্য পরিষদের কার্যকাল ছয়মাস বাড়িয়ে দেয়। আর একে চ্যালেঞ্জ জানিয়ে প্রাক্তন বিধায়ক তথা পার্বত্য পরিষদের প্রাক্তন সিইএম সমরজিৎ হাফলংবার গত ৭ জুন গৌহাটি হাইকোর্টে এক জনস্বার্থ মামলা দায়ের করেন এবং গৌহাটি হাইকোর্ট সম্প্রতি এনিয়ে চূড়ান্ত রায় দিয়ে আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করার নির্দেশ দেয় রাজ্যসরকার ও রাজ্যের নির্বাচন আয়োগকে। কিন্তু এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবেকি? এনিয়ে চলছে রাজনৈতিক মহলে জোর চর্চা। কারন ফেব্রুয়ারিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকবে তার আগে জানুয়ারির মাঝামাঝি বিহু গনতন্ত্র দিবস। এই অবস্থায় পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এদিকে বিশেষ এক রাজনৈতিক সুত্রে জানা গেছে ৩ ডিসেম্বরের পর উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে রাজ্যপাল কেয়ার টেকার সরকার গঠন করে দিতে পারেন। আগামী দু‘দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে পার্বত্য পরিষদের দায়িত্ব ষষ্ট তপশিলির প্রধান হিসেবে পার্বত্য পরিষদের ক্ষমতা নিজের হাতে তুলে নেবেন না পরিষদে কেয়ার টেকার সরকার হবে। তবে সুত্রে প্রকাশ ৩ ডিসেম্বরের পর উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে কেয়ার টেকার সরকার হচ্ছে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়া না পর্যন্ত।
কোন মন্তব্য নেই