রেল শহর লামডিংয়ে চলছে রাম মন্দির নিৰ্মানের প্রচার
স্বপন দাস, লামডিং- পঞ্চায়েত নিৰ্বাচন নয়, রেল শহর লামডিংয়ে চলছে রাম মন্দির নিৰ্মানের প্রচার। আসন্ন লোকসভা নিৰ্বাচনের প্ৰক্কালে লামডিং কালিবাড়ী সংলগ্ন এলাকায় শুক্ৰবার বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রাম মন্দির নিৰ্মানকে কেন্দ্র করে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বিশ্বহিন্দু পরিষদের কেন্দ্ৰীয় সহকারী সম্পাদক স্বপন মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্ৰম সংঘের শ্ৰীমতস্বামী সাধনানন্দজী মহারাজ। এ ছাড়াও হিন্দু ধৰ্ম প্ৰচারক বহু সাধু সন্ন্যাসীর উপস্থিতি ছিল এদিনের অনুষ্ঠানে। এদিনের সভায় নাগরিকত্ব সংশোধনী বিল বিল এবং বাংলাদেশ থেকে আসা লোকদের নাগরিকত্ব প্ৰদান নিয়ে বিশ্বহিন্দু পরিষদের কেন্দ্ৰীয় সহ: সম্পাদক স্বপন মুখোপাধ্যায় বলেন, ভারতবৰ্ষে সব হিন্দুদের বসবাস করার অধিকার রয়েছে তাই যে সব হিন্দু অত্যাচারিত হচ্ছে তারা যাবে কোথায়? ভারতবৰ্ষ তাদের দেশ, ভারতেই থাকবে তারা। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনৈক আশিষ ঘোষ।
কোন মন্তব্য নেই