গুয়াহাটিঃ কামরূপ মেট্ৰো জেলার স্বাস্থ্য বিভাগের জয়েণ্ট ডিরেক্টর এবং ন্যাশনেল হেলথ মিশনের উদ্যোগে আয়োজিত রাজ্যিক পৰ্যায়ের পক্ষকালীন এন এস ভি ব্যৱস্থার উদ্বোধন করলেন জন্ম নিয়ন্ত্ৰণ বিশেষজ্ঞ তথা হাতিগাঁও অঞ্চলের গ্লোবাল হাসপাতালের কৰ্ণধার ডাঃ ইলিয়াস আলী। আজ গুয়াহাটি কুমার ভাষ্কর নাট্য মন্দিরে।
কোন মন্তব্য নেই