ডিমা হাসাও জেলার জিএনএম নার্সরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনিদৃষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে সোমবার থেকে
বিপ্লব দেব হাফলং
ডিমা হাসাও জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত জিএনএম নার্সরা সোমবার থেকে অনিদৃষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে হাফলং সরকারি হাসাপাতাল চত্বরে জেলার ৩৬ জন জিএনএম নার্স অনিদৃষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে। জিএনএম নার্সদের গ্রেড পে ৬ হাজার ৮০০ থেকে ৭ হাজার ৮০০ টাকা করার দাবি স্টাফ নার্সদের জন্য সার্ভিস রুল চালু করা এক পোষ্ট এক বেতন ব্যবস্থা চালু স্টাফ নার্সদের সার্ভিস রুল প্রকাশ করা সহ বেতন ক্রম ঠিক করা সহ একগুচ্ছ দাবিতে সোমবার থেকে অনিদৃষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন ডিমা হাসাও জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত স্টাফ নার্সারা। আজ সকাল থেকেই হাতে হাতে প্লে কার্ড নিয়ে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে জিএনএম নার্সরা হাফলং সরকারি হাসপাতাল চত্বরে ধর্নায় বসেন। জিএনএম নার্সারা সাংবাদিকদের জানান তাদের এই দাবি দীর্ঘদিনের কিন্তু সরকার এনিয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না তাই তাদের এই দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনও আশ্বাস দেওয়া না হলে জিএনএম নার্সদের ধর্মঘট অনিদৃষ্টকালের জন্য অব্যাহত থাকবে। এমনটাই জানিয়েছেন ধর্নায় বসা ৩৬ জন জিএনএম নার্সরা।
কোন মন্তব্য নেই