নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দিল্লিতে যৌথ সংসদীয় কমিটির বৈঠক
নয়াদিল্লিঃ ২০১৬ র নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মঙ্গলবার দিল্লিতে যৌথ সংসদীয় কমিটির বৈঠক হয়। বৈঠকে নাগরিকত্ব সংশোধনী বিলের সংশোধনের জন্য বেশ কয়েকটি প্ৰস্তাব আসে। তার মধ্যে বিল থেকে অসমকে বাদ দেওয়ার প্ৰস্তাবও আসে। ‘হিন্দু বাঙালি’ শব্দের পরিবৰ্তে ধৰ্মীয় অত্যাচারের বলি হওয়া লোক ব্যবহারেরও প্ৰস্তাব এসেছে। এদিনের জেপিসির বৈঠকে এদিনের বৈঠকে কংগ্ৰেস সাংসদ সুস্মিতা দেব, ভূবনেশ্বর কলিতা, অন্যদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ সৌগত রায় সহ আরও বহু নেতৃবৰ্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন জন বিভিন্ন প্ৰস্তাব দিয়েছেন। এই প্ৰস্তাব নিয়ে সকলে একমত না হলে ভবিষ্যতে ভোট নেওয়া হবে। আগামী ১১ ডিসেম্বর সংসদের অধিবেশন শুরু হচ্ছে। তখন যদি এই বিল নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নেওয়া হয় তবে বিষয়টি আরও অনিশ্চয়তার গহ্বরে ঢুকে যাবে। এমনটাই মনে করা হচ্ছে।
কোন মন্তব্য নেই