উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যে
বিপ্লব দেব হাফলং
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য পাহাড়ি জেলার তিনটি রাজনৈতিক দল এনপিপি কংগ্রেস ও অগপ-র দশজনের এক প্রতিনিধি দল সোমবার অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখির সঙ্গে সাক্ষাৎ করেন। এনপিপির জেলাসভাপতি সমরজিৎ হাফলংবারের নেতৃত্বে অগপ নেতা প্রকান্ত ওয়ারিশা সহ কংগ্রেস দলের মোট দশজন প্রতিনিধি রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন করানোর জন্য গৌহাটি হাইকোর্ট যে রায় দিয়েছে এর মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করার জন্য রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখির কাছে দাবি জানায় তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সমরজিৎ হাফলংবার জানান উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচন সংবিধান মতে অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে পার্বত্য পরিষদের নির্বাচন নিয়ে রাজ্যসরকার বেশী হস্তক্ষেপ করছে। এই অবস্থায় ১৫ ফেব্রুয়ারির মধ্যে পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানানো হয় রাজ্যপালের কাছে। তাছাড়া বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ছয়মাসের বর্ধিত কার্যকাল শেষ হচ্ছে আগামী ৩ ডিসেম্বর। এই অবস্থায় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত পার্বত্য পরিষদের দায়িত্ব নিজের হাতে রাখেন এই দাবি জানানো হয়। সমরজিৎ হাফলংবার জানান রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি এনপিপি কংগ্রেস অগপ দলের প্রতিনিধিদের আশ্বস্ত করে বলে যে পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রস্তুতি শুরু করা হয়েছে।
কোন মন্তব্য নেই